আজকাল ওয়েবডেস্ক: অনেকেই মনে এটা নিয়ে চিন্তা করেন মৃত্যুর পর কী রয়েছে। একজন মানুষের মৃত্যু ঘটার পর কী আসে তার সামনে এবার উঠে এল সেই ঘটনা।


যুগের পর যুগ ধরে এই বিষয়টি নিয়ে নানা ধরণের আলোচনা চলছে। তবে এর কোনও সঠিক উত্তর মেলেনি। এই ধরণের নানা গল্প আগেও এসেছে। সেই তালিকায় উঠে এল আরও একটি খবর।


মার্কিন দেশের এক মহিলা। নাম তার পাম রেনল্ড। তিনি জর্জিয়াতে থাকতেন। তিনি নিজে সকলকে নিজের অবাক করা অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি সেখানে বলেছিলেন অপারেশন টেবিলেই নাকি তিনি মারা গিয়েছিলেন। এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার পর ফের তিনি ফিরবেন তেমন কোনও পরিকল্পনা ছিল না। নিজেকে ফের ফিরিয়ে আনার কোনও রাস্তা তিনি দেখছিলেন না। যদিও তার এই কাহিনী অনেকে বিশ্বাস করেননি।

 


পাম বলেছিলেন ৩৫ বছরেই তার একটি অপারেশন হয়েছিল। তার ব্রেন সার্জারি হয়েছিল। শক্তিশালী অ্যানাথেশিয়া করা হয়েছিল তাকে। তার দেহ বরফের মতো শীতল হয়ে গিয়েছিল। তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন। তবে এর মাঝে সাত ঘন্টা ধরে তিনি অন্য জগতে চলে গিয়েছিলেন।

 


প্রতিটি সময় তিনি সবকিছু বুঝতে পারছিলেন। তবে তিনি মৃত ছিলেন। চিকিৎসকদের সব কাজ তিনি দেখতে পারছিলেন। একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসকদের প্রতিটি কাজ তিনি বুঝতে পারছিলেন। তার কাকা এবং ঠাকুমার আত্মা সেই সময় তাকে নিতে এসেছিল। তিনি তাদের সঙ্গে কথাও বলেছিলেন। তার কাকা তাকে একটি গান শোনায় এবং তারপর তিনি ফের বেঁচে উঠেছিলেন। অনেকে তার এই গল্পকে কল্পনা বলেছেন। কেউ আবার বিশ্বাস করেছিলেন।  

 


তবে তার এই কাহিনী অতি দ্রুত সকলের মুখে ছড়িয়ে পড়েছিল। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করেছেন। তবে নিজের জীবনের এই অভিজ্ঞতাকে সকলের সামনে বারবার তুলে ধরেছেন এই মহিলা। তার কথা অনেকে মেনেছেন আবার কেউ হেলায় উড়িয়ে দিয়েছেন।