আজকাল ওয়েবডেস্ক: রিটেল ব্যবসার অন্যতম সেরা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এবার কর্মী ছাঁটাইয়ের দিকে নজর দিল। ইতিমধ্যেই তারা ১৫০০ কর্মীকে ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে তারা বেশ কয়েকটি পদে নতুনভাবে কাজ করতে চাইছেন। পাশাপাশি তারা প্রতিষ্ঠানকে লাভের দিকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন। তাই তাদের কাছে এই ধরণের একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না।


ওয়ালমার্টের পক্ষ থেকে আরও বলা হয়েছে তারা প্রতিষ্ঠানকে আরও বহু বছর ধরে লাভের মুখ দেখাতে চান। তাই তাদের কাছে এমন একটি সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনও উপায় ছিল না। 


ওয়ালমার্টের এই কর্মী ছাঁটাই গোটা বিশ্বেই করা হবে। সেখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগামীদিনের পরিকল্পনাকে সামনে আনা হয়েছে। ভবিষ্যতে ওয়ালমার্ট যাতে আরও বেশি করে নিজের কাজ করতে পারে সেজন্য তাদেরকে লাভের মুখ দেখতে হবে। সেই কাজকে এগিয়ে নিয়ে যেতেই তারা কর্মী ছাঁটাইয়ের দিকটি বেছে নিয়েছে।


মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট একটি অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান যেখানে প্রচুর মানুষ কাজ করেন। এখানে প্রায় ১.৬ মিলিয়ন কর্মী কাজ করেন। অন্যদিকে বিশ্বজুড়ে ওয়ালমার্টের ২.১ মিলিয়ন কর্মী রয়েছে। পাশাপাশি ওয়ালমার্ট আমেরিকার অন্যতম বৃহত্তর আমদানি করা প্রতিষ্ঠান। এরা প্রতি বছর প্রায় ৬০ শতাংশ দ্রব্য আমদানি করে। সেখানে জামাকাপড় থেকে শুরু করে ইলেট্রনিক্স সরঞ্জাম এবং খেলনাও রয়েছে।


এই কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি তারা তাদের প্রতিষ্ঠানে বেশ কয়েকটি আরও পরিবর্তন করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়ালমার্টের উত্তর ক্যালিফোর্নিয়ার অফিসটি বন্ধ করে দিয়েছে। সেখানকার কর্মীদের তারা ক্যালিফোর্নিয়ার অন্য অফিসে সরিয়ে দিয়েছে, কিছু কর্মীদের সরানো হয়েছে আরকানসাসেও।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতির ফলেই এই পদক্ষেপ নিয়েছে ওয়ালমার্ট বলেই মনে করা হচ্ছে। তারা বেশ কয়েকটি দ্রব্য আমদানি করা বন্ধ করে দিয়েছে বলেও খবর এসেছে।  তবে এই সিদ্ধান্তের ফলে আরও বহু মানুষ কাজ হারাবেন বলেই মনে করা হচ্ছে।