আজকাল ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক অন্য রকম প্রোপোজালের ভিডিও। গুয়াতেমালায় প্রেমিকাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় আচমকাই পিছনে দেখা গেল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই রোমাঞ্চকর মুহূর্তই এখন নেটপাড়ায় ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছেন মরগান আলেক্সা, যিনি ইনস্টাগ্রামে একটি রিল আকারে সেই বিশেষ মুহূর্ত প্রকাশ্যে আনেন। দেখা যায়, গুয়াতেমালার ভলকান আকাটেনাঙ্গোর প্রেক্ষাপটে প্রেমিকের সঙ্গে ছবি তুলছিলেন তিনি। ঠিক তখনই তাঁর প্রেমিক হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রপোজ করেন। আর সেই সময় দূরে থাকা আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আলেক্সা বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

ভিডিওটি শেয়ার করে মরগান আলেক্সা লিখেছেন, ‘আমার প্রোপোজাল ভিডিও। অনেকেই জানিয়েছিলেন, ভিডিওটি বিভিন্ন জায়গায় ঘুরছে, তাই নিজেই রিল আকারে পোস্ট করলাম। যারা জানেন না, তাঁদের জানাই, আমার বহুদিনের প্রেমিক জাস্টিন লি আমাকে গুয়াতেমালার ভলকান আকাটেনাঙ্গোতে প্রপোজ করেছে’। তিনি আরও জানান, ভিডিওতে যে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করছে সেটি আসলে ভলকান ফুয়েগো। এই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আর দর্শকরা আবেগে ভেসে গেছেন এই রোমান্টিক দৃশ্য দেখে। ভিডিওতে দেখা যায়, জাস্টিন লি তাঁর প্রেমিকা মরগানকে একটি আগ্নেয়গিরির সামনে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আগ্নেয়গিরি হঠাৎ বিস্ফোরিত হয়, চারদিকে লাল জ্বালা ও ধোঁয়া। একটি নাটকীয় এবং অসাধারণ রোমান্সের পরিবেশ তৈরি করে। ভিডিও পোস্ট করে মরগান বলেন, ‘ওই দিন এটাই ছিল প্রথম দৃশ্যমান অগ্ন্যুৎপাত। আমরা সত্যিই ভাগ্যবান। গুয়াতেমালার আদিবাসী সংস্কৃতিতে ফুয়েগো আগ্নেয়গিরিকে আধ্যাত্মিক জগতের সঙ্গে পবিত্র যোগসূত্র হিসেবে মানা হয়। এর অগ্ন্যুৎপাতকে অতিপ্রাকৃত শক্তির প্রকাশ হিসেবেও দেখা হয়ে থাকে।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই লাখো মানুষের মন কেড়েছে। প্রপোজালের রোমান্টিক মুহূর্ত আর প্রকৃতির নাটকীয় দৃশ্য মিলিয়ে যেন তৈরি হয়েছে সিনেমার দৃশ্যপট। ভিডিওটি ১৮ আগস্ট, ২০২৫-এ পোস্ট করা হয়, এবং ততদিনে তা ৪০,০০০-এর বেশি ভিউ এবং ৪,০০০ লাইক পেয়ে যায়। এই বিয়ের প্রস্তাব সারা বিশ্বের দর্শকদের হৃদয় জয় করেছে। ইন্টারনেটজুড়ে মানুষ মুগ্ধ ও অভিভূত হয়েছে এই অবিস্মরণীয় মুহূর্ত দেখে। এরপরই অনেকে মন্তব্য করেন, একেবারে যেন কোনো ফ্যান্টাসি বই থেকে উঠে এসেছে। আগ্নেয়গিরিটাও যেন আনন্দে ফেটে পড়েছে তোমাদের জন্য! আহ, আমি এটা ভীষণ ভালোবাসলাম! আরেকজন লেখেন, বজ্রপাত, লাভা, ভালোবাসা, প্রশ্নটা, উত্তরটা—সব কিছু একসঙ্গে যেন নিখুঁত এক কবিতা। অন্য আরেকজন লেখেন, একটু চোখে জলও চলে এল। দুজনকে এত খুশি দেখে মনটা ভরে গেল। অনেকেই মন্তব্য করেছেন, এটি এক জীবনে একবারই ঘটে এমন মুহূর্ত। আর যুগলটিকে ধন্যবাদ জানিয়েছেন এই মন্ত্রমুগ্ধ করা অভিজ্ঞতা শেয়ার করার জন্য।