আজকাল ওয়েবডেস্ক: লটারির টিকিট কেটে একটু বেশি টাকা জেতার আশা অনেকেই করেন। কিন্তু সকলেই টিকিট কেটে জিততে পারেন না। কিন্তু আমেরিকার এক মহিলার ভাগ্যে মনে হয় অন্য কিছুই লেখা ছিল। যে লটারির টিকিট কেটে খুশি ছিলেন না, সেই টিকিটেই ১৭ কোটি জিতলেন তিনি।
একটি স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, ভার্জিনিয়ার ক্যারলটনের বাসিন্দা কেলি লিন্ডসে একটি স্থানীয় দোকান থেকে লটারির টিকিট কেটেছিলেন। দোকানি ভুল টিকিট তাঁর হাতে তুলে দিয়েছিলেন। টিকিট খুঁটিয়ে দেখার পর অসন্তোষ প্রকাশ করেছিলেন কেলি। দোকানটির পার্কিং লটে গিয়ে টিকিটটি স্ক্র্যাচ করতেই চোখ কপালে উঠে যায় তাঁর। কেলি দেখেন, দুই মিলিয়ন ডলার জিতে গিয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ১০০ টাকা। কর বাদ দিয়ে সাড়ে ১২ মিলিয়ন ডলার নিয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বাড়ি ফিরেছেন কেলি। তাঁর গল্পটি মনে করিয়ে দেয় যে কখনও কখনও, সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে সেরা চমক আসতে পারে।
টিকিট কেটে দুই মিলিয়ন ডলার জেতার সম্ভাবনা খুবই কম। ১১ লক্ষ ৪২ হাজার ৪০০ বারে এক বার জিততে পারেন কোনও ভাগ্যবান। যে খেলাটিতে কেলি জয়ী হয়েছেন সেটির নাম মানি ব্লিটজ। মোট দু'জন বিজেতা। অন্য টিকিটে কে জিতেছেন সেটি জানা যায়নি এখনও পর্যন্ত।
