আজকাল ওয়েবডেস্ক: একটি ভাইরাল ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে টেক্সাসে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে চরম হেনস্থা করছেন। তাঁর বৈধ পরিচয়পত্র (ID) দেখাতে বলছেন। ভিডিওর কথোপকথনে শোনা যাচ্ছে, এই ব্যক্তি বারবার অপর ব্যক্তিকে পরিচয়পত্র দেখাতে বলেন এবং দাবি করেন যে, তিনি ঐ এলাকায় বসবাস করেন না। ঘটনা ঘিরে নেটপাড়ায় শোরগোল ইতিমধ্যেই। 

দেখা যাচ্ছে ভিডিওটিতে অভিযুক্ত ভারতীয় ব্যক্তি অপর ব্যক্তিকে বলছেন, 'আপনি আপনার পরিচয়পত্র (ID) দেখান, আমি আমারটা দেখাবো।' এরপর তিনি ঘটনাস্থলে উপস্থিত একজন মহিলাকে বলেন, তাঁর ফোন নিয়ে আসতে যেন তিনি পুলিশকে ফোন করে এই ঘটনার খবর জানাতে পারেন। ভারতীয় ব্যক্তির দাবি করেন, 'আমি জানি এটা আপনার বাড়ি নয়, আপনি এই পাড়ায় থাকেন না।'

অপরদিকে, ভিডিও করা ব্যক্তি এতে আপত্তি জানান এবং বলেন, 'আপনি জানেন না আমি কোথায় থাকি। আপনি আমাকে বলতে পারেন না আমি কোথায় থাকি। আমি আমার পরিচয়পত্র ( ID) দেখাবো না। আমি জানি আপনি এই এলাকায় থাকেন।  কিন্তু একইভাবে আমিও এই পাড়াতেই থাকি। আপনার দিন ভালো কাটুক এই প্রার্থনা করি।'

এহেন বচসা বেশ খানিক্ষণ যাবৎ চলতে চলতে ভিডিওর শেষদিকে অভিযুক্ত ভারতীয় ব্যক্তি বলেন, 'এটা একটি সুরক্ষিত পাড়া। আপনার সঠিক পরিচয়পত্র ছাড়া আপনি এখানে থাকতে পারেন না।' ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনা ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন মতবিরোধ দেখা দেয়। অনেকেই ভিডিও করা ব্যক্তিকে সন্দেহের চোখে দেখলেও, অনেকে আবার ভারতীয় ব্যক্তির আচরণকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিয়েছেন। একজন মন্তব্যকারী লেখেন, 'ক্যামেরা চালু করলেই কেউ ভিকটিম হয়ে যায় না। আসল ঘটনা কেউ জানে না।' একই ব্যক্তি আরও বলেন, 'অপর ব্যক্তি হয়তো সন্দেহজনক আচরণ করছিলেন, আর ওই তামিল ব্যক্তি সেটা লক্ষ্য করেছিলেন। এটা আমার অনুমান, পুরো ঘটনা এখনও অজানা।'

আরও পড়ুনঃ 'আমার পেটে ওর'ই সন্তান'! বিয়ের কিছুদিনের মাথায় এই কী বললেন নববধূ? গোপন সত্য ফাঁস হতেই ভেঙে পড়লেন স্বামী

আরও পড়ুনঃ মাঝরাস্তায় এ কী দৃশ্য! 'বারাত বনাম স্কুলপড়ুয়া', ভিডিও ভাইরালে ডি'জের তালে মেতে উঠেছে নেটপাড়া

অন্য এক ব্যবহারকারী ঘটনার বিরুদ্ধে মন্তব্য করে বলেন, 'সে কি প্রতিবেশী নিরাপত্তা কর্মী? কেন সে রাস্তায় হাঁটা এক ব্যক্তিকে অকারণে হেনস্থা করছে?'

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই ঘটনাটি এখনও বিতর্কিত অবস্থায় রয়েছে। ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। একইসঙ্গে ঘটনাটি সামাজিক মাধ্যমে জাতিগত ও সামাজিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগ না জ্যোতিষ কাণ্ড! উত্তরাখণ্ড বিপর্যয়ে এবার দুই জ্যোতিষীর তীব্র দ্বন্দ্ব, কী বলছেন তাঁরা?...