আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মধ্যপ্রদেশে এক অবস্মরণীয় মুহূর্ত৷ একটি বিয়ের শোভাযাত্রা, স্কুলবাস ভর্তি শিশুর দল এবং এক অপ্রত্যাশিত নাচের প্রতিযোগিতা- এই তিনটি বিষয় মিলে তৈরি হয়েছে এক অবিস্মরণীয় মুহূর্ত। এই ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ ইন্টারনেটজুড়ে ভাইরাল। ভিডিওটি ইন্সটাগ্রামে প্রথম শেয়ার করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এটি দেখেই দর্শকরা আনন্দ, নস্টালজিয়া আর শিশুসুলভ প্রানোচ্ছলতায় মেতে উঠেছেন।

আসল ঘটনা কী জানেন? ভিডিওতে দেখা যায়, ‘ঋষভ কি বারাত’ লেখা একটি বিয়ের চ্যারিয়ট বা সুসজ্জিত গাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে বেজে চলছে উচ্চ স্বরে ডিজের বিটস্। আনন্দে ভরপুর পরিবেশে বিয়ের অতিথিরা উৎসবমুখর পোশাকে নেচে চলেছেন। পাশপাশি, স্বাভাবিকভাবেই এমন শোভাযাত্রার কারণে রাস্তায় চরম যানজট লেগে গিয়েছে। এমন অবস্থায় দুটি স্কুলবাস সেই রাস্তায় প্রবেশ করে। এরপর যা ঘটে তা'ই হল এই ভিডিওর মূল আকর্ষণ। যা নিয়ে উত্তাল নেটপাড়া৷ 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাসের ভেতরে থাকা স্কুলের শিশুর দল ডিজের তালে তালে আনন্দে নাচতে শুরু করে। তারা জানালার ধারে দাঁড়িয়ে বারাতের সঙ্গে তাল মিলিয়ে নাচছে, যা একেবারেই মন ছুঁয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। ওই ভিডিওতে একটি টেক্সট ওভারলে দেখা যায়- 'ক্যা মোমেন্ট হে ভাই! (কী দারুণ মুহূর্ত ভাই)।' আর ক্যাপশনে লেখা, ' বারাত ভার্সেস স্কুল বাচ্চে (বিয়ের শোভাযাত্রা বনাম স্কুলের বাচ্চারা)।' 

তথ্য অনুযায়ী, এই ভিডিওটি যদিও প্রায় পাঁচ মাস পুরনো, তবুও এখনও এটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়। এটি ইতিমধ্যে ৫০ লক্ষেরও বেশি ভিউ অতিক্রম করেছে। হাজার হাজার মানুষ কমেন্টে নিজেদের স্কুল জীবনের স্মৃতি ভাগ করে নিচ্ছেন।

ভিডিওতে নেটিজেনদের মন্তব্য উপছে পড়ে। একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'ব্যাকবেঞ্চার স্পটেড (Backbenchers spotted) ', আরেকজন লিখেছেন, 'আমরাও একবার পিকনিকে যাওয়ার সময় এমন এক অভিজ্ঞতা পেয়েছিলাম।' আরেকজন লিখেছেন, 'ভাই, আমরাও ঠিক এমনটাই করতাম, যখন স্কুলের পাশে দিয়ে কোনো ডিজে যেত, খুব মজা লাগত।'

একজন মন্তব্য করে বলেছেন, 'এই কারণেই আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যেকোনও সময়, যেকোনও জায়গায় শুধু নিজের ইচ্ছেমতো কাজ করে।' অন্য একজন মজার ছলে লিখেছেন, 'ভাবছি, যদি ওই বাসে কোনও ছেলের নাম ঋষভ হয়, তাহলে ওর কেমন লাগছিল!'

ভিডিওটি দেখে এক দর্শক এমনটাও মন্তব্য করেছেন, 'বারাতির চেয়ে তো বাচ্চারাই বেশি নাচছে!' ভিডিওটি এর সত্যতারই উদাহরণ। ভিডিওটি দেখে এমনটাই মনে করছেন সকলে। 'এই রকম ভিডিও মুহূর্তেই মুখে হাসি এনে দেয় এবং আমাদের নিয়ে যায় নিজের স্কুল জীবনের সোনালি দিনে।' একজন ব্যবহারকারী লেখেন। চলতি বছরের জুলাই মাসে একটি অন্য ভিডিও একইভাবে ভাইরাল হয়েছিল, যেখানে পাঁচজন মহিলা ৪০ বছর পর তাঁদের স্কুল ক্যাম্পাসে ফিরে যান। দেখা গিয়েছে তাঁরা আবার হাঁটেন সেই পরিচিত করিডোর ধরে। এরপর প্রবেশ করেন সেই শ্রেণিকক্ষে যেখানে তাঁদের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো তৈরি হয়েছিল। সেই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।