আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অস্বাভাবিক দাবি নিয়ে তোলপাড় চলছে যে, ডিমের কারণেই চীনের রাস্তাঘাট টেকসই হয়। #EggRoadChina হ্যাশট্যাগে ভাইরাল পোস্টগুলিতে  বলা হচ্ছে যে চীনে রাস্তাগুলি ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এই দাবির পরেই প্রশ্ন উঠছে যে, এটি আদৌ সত্যি না কি কাল্পনিক কোনও ঘটনা। যদিও পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

ইনস্টাগ্রাম এবং টিকটকে ভাইরাল ভিডিওগুলি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। সেই ভিডিওতে (সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) তাতে দেখা যাচ্ছে যে, নির্মাণস্থলে ডিম ছুঁড়ে ফেলা হচ্ছে এবং তারপর রাস্তার উপকরণের স্তর স্থাপন করা হচ্ছে। ক্লিপগুলিতে দাবি করা হয়েছে যে ডিমের খোসা পিষে সিমেন্টের সঙ্গে মিশিয়ে চীনা ইঞ্জিনিয়াররা শক্তিশালী এবং টেকসই রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছেন। ভারতের মতো দেশে, যেখানে নবনির্মিত রাস্তাগুলি প্রায়শই কয়েক মাসের মধ্যেই ফাটল এবং গর্তের সৃষ্টি করে, এই ধারণাটি ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

আরও পড়ুন: আমেরিকার বাইরে তৈরি সিনেমার উপর ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প, কতটা ক্ষতি হবে ভারতীয় শিল্পের

তবে বৈজ্ঞানিক প্রমাণ ইঙ্গিত দেয় যে দাবিটি সম্পূর্ণরূপে অতিরঞ্জিত নাও হতে পারে। বেজিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দ্বারা প্রকাশিত গবেষণায় বলা হয়েছে যে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ ডিমের খোসা প্রকৃতপক্ষে কংক্রিটের শক্তি বৃদ্ধি করতে পারে এবং ফাটল রোধ করতে সাহায্য করতে পারে। এই কৌশলটি, সোশ্যাল মিডিয়ার কৌশল নয়, নির্মাণে বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের জন্য একটি বৃহত্তর পরিবেশগত উদ্যোগের অংশ।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Totalworld (@totalworld580)