আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে নিষিদ্ধ ১০ হাজারের বেশি বই। কারণ কী? কারণ হিসেবে জানা গিয়েছে নয়া সেন্সরশিপ আইন। PEN আমেরিকা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে তথ্য তুলে ধরে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি স্কুলগুলিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০ হাজারের বেশি বই নিষিদ্ধ করা হয়েছে। যা আগের বছরগুলির তুলনায় আচমকাই বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মত স্থানীয় সংবাদ মাধ্যমের। 

 

আগের শিক্ষাবর্ষে ৩,৩৬২ বই নিষিদ্ধ করা হয়েছিল। রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যগুলি নতুন সেন্সরশিপ আইন পাশ করিয়ে স্কুলগুলিতে বিপুল সংখ্যক নিষিদ্ধ করিয়েছে। 

 

সমীক্ষা বলছে, ফ্লোরিডা এবং আইওয়াতে ৮ হাজার বই নিষিদ্ধ করা হয়েছে। কী ধরনের বই নিষিদ্ধ করা হয়েছে স্কুলগুলিতে? জানা গিয়েছে রোমান্স, মহিলাদের যৌন অভিজ্ঞতা সম্পর্কিত বই, ধর্ষণ বা যৌন নির্যাতন সম্পর্কিত বই, এলজিবিটিকিউ নিয়ে আলোচনার বই। তবে যে সংস্থা এই সমীক্ষা চালিয়েছে, তাদের মত, সংখ্যা হয়তো আরও বেশি। তাদের মতে, নিষিদ্ধ হওয়ার পর সেসব বই নিয়ে অনেক সময় আলোচনা হয় না।