আজকাল ওয়েবডেস্কঃ জন্মদিন পার হতেই জানতে পারেন মৃত্যুর মুখে তিনি। তাঁর হাতে মাত্র আর দু'বছর রয়েছে। তারপরেই হয়তো শেষ নিশ্বাস ত্যাগ করবেন তিনি। কে এই ব্যক্তি? কী বা হয়েছে তাঁর? গোটা ঘটনা শুনলে চমকে উঠবেন।
জন্মদিন কাটতেই ওই ব্যক্তি জানতে পারেন, ক্যন্সারে আক্রান্ত তিনি। ওই ব্যক্তি ইংল্যান্ডের বাসিন্দা। ভেবেছিলেন মূত্রনালীতে সামান্য সংক্রমণ হয়েছে তাঁর। কিন্তু, শেষে জানতে পারেন, ক্যানসারে আক্রান্ত তিনি। মূত্র ত্যাগ করার সময় প্রায়ই জ্বালাপোড়া হত তাঁর। ফলত তিনি ভেবেছিলেন, সংক্রমণে আক্রান্ত তিনি। দেরি না করে চিকিৎসকের পরমর্শ নেন তিনি। কিছুদিন ওষুধ খেতেই সমস্ত উপসর্গ যেন নিমেষে গায়েব হয়ে যায় তাঁর।
তবে, বেশ কিছুদিন কাটতেই ফের রোগটি ফিরে আসে তাঁর কাছে। ওই ব্যক্তির নতুন করে একই উপসর্গ দেখা দিতে শুরু করে। যার জেরে বেশ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এরপরই নানা পরীক্ষা নিরীক্ষা করার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। রিপোর্ট থেকে আরও জানা জানা গিয়েছে, ক্যান্সারটি মূত্রাশয়ের বাইরেও ছড়িয়ে পড়েছে।
