আজকাল ওয়েবডেস্ক: উগান্ডা থেকে প্রকাশিত এক মর্মান্তিক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই ছোট শিশু মাটিতে বসে একটি থালার সামনে জীবন্ত উইপোকা নিয়ে বসে আছে এবং সেগুলো একে একে খাচ্ছে। দৃশ্যটি হৃদয়বিদারক, যা আফ্রিকার কিছু অঞ্চলে চরম ক্ষুধা ও খাদ্যাভাবের নির্মম বাস্তবতাকে সামনে এনেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুরা প্রচণ্ড ক্ষুধা ও খাদ্যসংকটের কারণে বাধ্য হয়ে উইপোকা খেতে শুরু করেছে। এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাবারের অভাব এতটাই তীব্র যে অনেক পরিবার দিনভর না খেয়ে থাকছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মানুষ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। বহু ব্যবহারকারী সামাজিক মাধ্যমে লিখেছেন, “এমন ছবি শুধু আফ্রিকার নয়, গোটা বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার মতো।” অনেকে অবিলম্বে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং এই পরিস্থিতিকে বৈশ্বিক বৈষম্য ও চলমান খাদ্য সংকটের ভয়াবহ প্রতীক বলে অভিহিত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, আফ্রিকার বহু অঞ্চলে উইপোকা বা টার্মাইট ঐতিহ্যগতভাবে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কারণ এগুলিতে প্রচুর প্রোটিন, লোহা ও অ্যামিনো অ্যাসিড থাকে। এক কিলোগ্রাম উইপোকার প্রোটিনের পরিমাণ প্রায় সাধারণ মাংসের দ্বিগুণ। তবে সাধারণত সেগুলো রান্না করে খাওয়া হয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটিতে শিশুরা জীবন্ত উইপোকা খাচ্ছে— যা তাদের চরম খাদ্য সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।

মানবিক সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী, বর্তমানে উগান্ডা মারাত্মক খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে কারামোজা (Karamoja) অঞ্চল এবং বিশাল শরণার্থী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের তথ্যানুসারে, খাদ্য সহায়তার জন্য তহবিল ব্যাপকভাবে কমে গেছে, যার সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাতও যুক্ত হয়েছে। খরা, অনিয়মিত বৃষ্টিপাত ও কৃষি উৎপাদনে ধসের কারণে দেশটির অনেক এলাকায় মানুষ প্রায় অনাহারে দিন কাটাচ্ছে।

মানবিক বিশেষজ্ঞরা বলছেন, উগান্ডার এই সংকট শুধু তাত্ক্ষণিক খাদ্য সহায়তার মাধ্যমে মেটানো সম্ভব নয়। প্রয়োজন টেকসই কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। তারা আন্তর্জাতিক সংস্থা ও উন্নত দেশগুলিকে আহ্বান জানিয়েছেন যাতে জরুরি সহায়তার পাশাপাশি জলবায়ু অভিযোজন, কৃষি পুনর্গঠন ও স্থানীয় খাদ্য উৎপাদন ব্যবস্থার উন্নয়নে স্থায়ী বিনিয়োগ করা হয়।

এই ভিডিওটি গোটা বিশ্বের দৃষ্টি ফেরাতে সক্ষম হয়েছে— যেখানে একবিংশ শতাব্দীতেও শিশুদের বাঁচার জন্য পোকামাকড় খেতে হচ্ছে, অথচ অন্য প্রান্তে কোটি কোটি টন খাবার অপচয় হচ্ছে। মানবিক দায়বদ্ধতা, বৈষম্যের রাজনীতি এবং খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই এক মিনিটের দৃশ্যকে ঘিরে।