আজকাল ওয়েবডেস্ক: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বীভৎস দুর্ঘটনা। অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে সোজা সমুদ্রে গিয়ে পড়ল এমিরেটস এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান! এই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বিমানটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও জোরে ধাক্কা মারে বলে খবর। 

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা গিয়েছে, এয়ারএসিটি লিভারি-সহ একটি বোয়িং ৭৪৭ কার্গো বিমান বিমানবন্দরের পাঁচিল ভেদ করে আংশিকভাবে জলে ডুবে রয়েছে। একটি এস্কেপ স্লাইড স্থাপন করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের নাক ও লেজের অংশ পৃথক করা হয়েছে।

হংকং কত্রৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, রানওয়ের কাছে একটি গ্রাউন্ড ভেহিকেলের ভিতরে থাকা দু'জন মারা গিয়েছেন। পুলিশ অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে যে, বিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দরের উত্তর রানওয়েটি ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে, দক্ষিণ এবং কেন্দ্রীয় রানওয়েগুলি চলাচল অব্যাহত রয়েছে।

আরও পড়ুন-  আকাশে আতঙ্ক! মাঝ আকাশ থেকে ১০,০০০ ফুট নিচে পড়ে গেল বিমান! ককপিটের কাচ ফেটে আহত পাইলট

সোমবার ভোর সাড়ে তিনটের সময়ে দুবাই থেকে আসা এই পণ্যবাহী বিমানটির অবতরণের কথা ছিল। বিমানে পাইলট-সহ মোট চার জন ক্রু সদস্য ছিলেন। 
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় আবহাওয়া বেশ খারাপ ছিল। সেই কারণেই পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি পিছলে গিয়ে গাড়িতে ধাক্কা মেরে সমুদ্রে পড়ে যায়। 

এমিরেট্‌স জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ইকে ৯৭৮৮ বিমানটিতে কোনও পণ্য ছিল না। এটি বোয়িং ৭৪৭ মডেলের পুরনো বিমান, প্রায় ৩২ বছর আগে তৈরি। আগে যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হলেও, সম্প্রতি এটি পণ্য পরিবহণের কাজে নেওয়া হয়েছিল।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ জানিয়েছে যে তারা শহরের বিমান দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়েছে এবং তদন্তে সহায়তা করবে।