আজকাল ওয়েবডেস্ক: এর আগে ভারতের উপর বিশাল পরিমাণ শুল্ক-বোঝা চাপিয়েছেন। তবে যেন কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাঁর একগুচ্ছ হুঁশিয়ারি সত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি ভারত ঘুরে গিয়েছেন। এসবে যেন আরও বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট শুল্ক-হুঁশিয়ারি দিয়ে বসেছেন। সর্বভারতীয় সংবাদ  সংস্থা সূত্রেখবর তেমনটাই। 

তথ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, তিনি কৃষি আমদানির উপর নতুন শুল্ক আরোপ করতে পারেন, বিশেষ করে ভারত থেকে সে দেশে রপ্তানি করা চাল এবং কানাডা থেকে সে দেশে রপ্তানি করা সারের উপর। কারণ উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা কোনও বড় অগ্রগতি ছাড়াই অব্যাহত রয়েছে। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন, যেখানে তিনি আমেরিকান কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন এবং ভারত এবং অন্যান্য এশীয় সরবরাহকারীদের থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের বক্তব্য, অন্যান্য দেশ থেকে কৃষিজ দ্রব্য আমদানি আদতে দেশীয় উৎপাদকদের জন্য চ্যালেঞ্জের কারণ এবং আমেরিকান উৎপাদকদের সুরক্ষার জন্য আক্রমণাত্মকভাবে শুল্ক প্রয়োগ করে এই সমস্যা সমাধানের পথে তিনি হাঁটতে পারএন, তেমনই ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, প্রশাসন "আমেরিকান কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা" প্রদান করবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আদায় করা শুল্ক রাজস্ব দ্বারা অর্থায়িত হবে।

এদিন ট্রাম্পের বক্তব্যে যা ফুটে উঠেছে, তা হল, তিনি কৃষি এবং কৃষকদের আমেরিকার মেরুদণ্ড বলেছেন। এবং তিনি এই ব্যবহার ভিত আরও শক্তিশালী করার বিষয়ে জোর দিয়েছেন। তিনি যুক্তি দেন যে মার্কিন কৃষি পুনরুজ্জীবিত করার জন্য তার কৌশলের কেন্দ্রবিন্দু ছিল শুল্ক বৃদ্ধি। চাল আমদানির উপর দীর্ঘ আলোচনার সময় ভারত একটি উদাহরণ হিসেবে বিশিষ্টভাবে উঠে আসে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৈঠকে যখন বলা হয়, যে মার্কিন খুচরো চাল বাজারে ভারতীয় দুটি সংস্থার জনপ্রিয়তা তুঙ্গে, তখনই ট্রাম্প বলেন বসেন, শুল্ক প্রয়োগ করে দু'মিনিটের মধ্যে সব সমস্যার সমাধান করে ফেলবেন। 

 

স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য তিনি কানাডা থেকে আসা সারের উপর সম্ভাব্য শুল্ক ব্যবস্থার পরামর্শও দিয়েছিলেন। সার প্রসঙ্গেও তিনি বলেন, 'এর বেশিরভাগই কানাডা থেকে আসে, এবং তাই যদি আমাদের প্রয়োজন হয় তবে আমরা এর উপর খুব কঠোর শুল্ক আরোপ করব।'