আজকাল ওয়েবডেস্ক: নিজের বাড়ি, নিজের ঘর। স্বপ্নপূরণের জন্য ছোট ছোট পায়ে এগিয়ে চলেন সকলেই। নিজের আস্তানা একবার গড়তে পারলেই, বেজায় স্বস্তিতে থাকেন। তবে বাড়ি কেনার জন্যেও নানা ঝক্কি পোহাতে হয়। থাকে প্রচুর শর্ত।
যেমন, পুরনো একটি বাড়ি কেনার জন্য একাধিক দিক খতিয়ে দেখতে হয় ক্রেতাদের। বিশেষত পুরনো বাড়ি। সেই বাড়ির আশেপাশের জমি, এলাকা, পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বাড়িটি কত বছরের পুরনো, মেরামতের জন্য কত খরচ হবে, সেগুলোর দিকেও নজর থাকে ক্রেতাদের। এই কারণেই একটি পুরনো বাড়ি অনেক কম টাকায় বিক্রি হয়ে যায়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, ঐতিহাসিক শহরে মাত্র ১০০ টাকায় গোটা বাগান বাড়ি কেনার সুযোগ রয়েছে। পুরনো এই শহরে নিরিবিলি পরিবেশ। নেই কোনও কোলাহল। চারিদিকে সবুজে ঘেরা। সঙ্গে পরিবার থাকুক, বা একা, এই শহরে নিজের বাড়ি থাকা মানেই মনের শান্তি। এমন পরিবেশে বাড়ি কেনার জন্য মুখিয়েও থাকেন অনেকে।
তবে বাড়িটি কিনলেই হবে না। ১০০ টাকায় বাগান বাড়ি কেনার আগে ও পরে একাধিক শর্ত মানতে হবে ক্রেতাদের। বাড়ির মালিক হয়েও মানতে হবে সেই নিয়ম। না হলেই মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। কোথায় সেই শহর? কোথায় একশো টাকায় বাড়ি কেনার সুযোগ রয়েছে? রইল সন্ধান।
আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! এক দশক পর মায়ের অপমানের চরম বদলা, ছেলের কীর্তিতে শিউরে উঠল পুলিশ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইউরোপের ফ্রান্সেই রয়েছে এই সুযোগ। দক্ষিণ পূর্ব ফ্রান্সের ছোট্ট শহর অ্যালবার্ট। শহরে মাত্র ছয় হাজার ৫০০ বাসিন্দার বসবাস। ছোট এই শহরেই মাত্র ১০০ টাকায় বাড়ি কেনার সুযোগ রয়েছে। এক দু'টি নয়। একাধিক বাগান বাড়ি ফাঁকা রয়েছে বর্তমানে। তবে যাঁরাই বাড়িটি কিনতে আসবেন, তাঁদের শর্তাবলি একনজরে দেখে রাখা জরুরি।
বাড়ি বিক্রির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা আগে কখনও নিজস্ব বাড়ি কেনেননি, তাঁরাই একমাত্র দরখাস্ত করতে পারবেন। যাঁদের এক বা একাধিক বাড়ি রয়েছে, তাঁরা অ্যালবার্ট শহরে বাড়ি কেনার সুযোগ পাবেন না। শুধুমাত্র প্রথমবার যাঁরা বাড়ি ক্রয় করতে চান, তাঁরাই ১০০ টাকায় এই বাড়ির মালিক হতে পারবেন।
এখানেই শেষ নয়। বাড়িটি কেনার পর সম্পূর্ণ মেরামত করতে হবে। কারণ বাড়িগুলি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির ছাদ, দেওয়াল, ঘর, রান্নাঘর মেরামত থেকে শুরু করে ভিতরের আসবাবপত্র থেকে প্রয়োজনীয় সামগ্রী, সবকিছুর ব্যবস্থা বাড়ির মালিককেই করতে হবে। অর্থাৎ ১০০ টাকায় বাড়িটি কিনলে, বসবাসযোগ্য করে তোলার জন্য আরও লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে ক্রেতাদের।
বাড়িটি কেনার পরে সেটি ফেলে রাখা যাবে না। এমনকী ভাড়াও দেওয়া যাবে না। ক্রেতাকেই ওই বাড়িতে থাকতে হবে। তাও আবার তিন বছর টানা। এই তিন বছরের মধ্যে বাড়িটি ছেড়েও যাওয়া যাবে না। তিন বছরের মধ্যে বাড়িটি বিক্রি করে দিলে, মালিককে জরিমানা দিতে হবে। মাত্র এক ইউরোতে বাগান বাড়ি কেনার লোভনীয় সুযোগ থাকলেও, শর্তাবলির চাপে কতজন মানুষ হাতছানিতে সাড়া দেবেন, এখন তার দিকেই মুখিয়ে রয়েছেন স্থানীয়রা।
