আজকাল ওয়েবডেস্ক: ঘটনাটি ২০১৬ সালের। শিক্ষকের সঙ্গে কোনও একটি বিষয়ে একমত হতে পারছিলেন না কিছুতেই। বার বার ঘটছিল মতোবিরোধ। অপমানিত ওই তরুণী বুকের ভিতরে জমতে থাকে কান্না এবং হতাশা। ক্রমে বিরক্ত হয়ে ওঠেন তিনি। সেই বিরক্তকেই সৃজনশীলতায় বদলে ফেললেন এই তাইওয়ানের তরুণী। হাতিয়ার করলেন হতাশা ও কান্নাকে। ই ফেই চেন তৈরি করলেন এমন একটি বন্দুক যার সাহায্যে চোখের জল জমাট বেঁধে তৈরি করা যাবে বন্দুকের বুলেটের মতো আকার। সেই বুলেট দিয়ে করা যাবে আঘাতও দাবি ওই তরুণীর।

আট বছর আগে শিক্ষকের সঙ্গে মতোবিরোধের ফলে এই অভিনব অস্ত্রটির পরিকল্পনা করেন তাইওয়ানের তরুণী। নেদারল্যান্ডসে স্নাতক ডিগ্রি অর্জন করার সময় এই অস্ত্রটিকে তিনি প্রজেক্ট হিসাবে জমা করেন। প্রথম কার্যকরী প্রোটোটাইপ তৈরি করতে তার তিন মাস সময় লেগেছিল।

যন্ত্রটিতে একটি বোতলের ভিতরে কার্বন-ডাই অক্সাইড উচ্চ চাপে সঞ্চিত থাকে। নলের মাধ্যমে চোখের জল সংগ্রহ করে তাকে ২০ সেকেন্ডের মধ্যে জমাট বাঁধার কাজ করে কার্বন-ডাই অক্সাইড। এর ফলে তৈরি হয় ছোট ছোট বরফের গোলা। একটি স্প্রিং মেকানিজ়মের মাধ্যমে বন্দুকের নল দিয়ে বেরিয়ে আসে ছোট ছোট বুলেটগুলি।
 
মজার বিষয়, চেন তাঁর এই অস্ত্রের পরিকল্পনা নিয়ে হাজির হয়েছিলেন পুরনো শিক্ষকের কাছে। যাঁর সঙ্গে তাঁর মতোবিরোধ ছিল। সেই শিক্ষক চেনের এই যন্ত্রটির পরিকল্পনা শুনে খুবই খুশি হন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই বন্দুক-সহ নিজের একটি ছবি পোস্ট করেছেন চেন।