আজকাল ওয়েবডেস্ক: একটি ইঁদুর এবার বিশ্বরেকর্ড তৈরি করে দিল। যাকে সকলে হেলাফেলা করছিল তাকে নিয়েই এবার সকলে মাথায় তুলে নাচল।
কম্বোডিয়ার একটি ইঁদুর রয়েছে। তাকে নাকি সকলে বলে ল্যান্ডমাইন হান্টিং ব়্যাট। মানে হল সে নাকি অতি সহজেই ল্যান্ডমাইন খুঁজে বের করে দিতে পারে। এবার সেই ইঁদুরের কেরামতিতে ১০০ টি ল্যান্ডমাইন এবং আরও কিছু লুকিয়ে রাখা অস্ত্র অতি সহজেই উদ্ধার করা হল।
এই ইঁদুরটির নাম রনিন। এটি দেখতে আর পাঁচটা ইঁদুরের থেকে একটু আলাদা। এটি আকারে অন্যদের তুলনায় খানিকটা বড়। এর বয়স ৫ বছর। তবে এই বয়সেই সে কামাল করে দিয়েছে। ছোটো থেকেই নাকি একে এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তারপর বারে বারে তাকে পরীক্ষা করে দেখা হয়। তবে সমস্ত পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাস করেছিল রনিন। এবার এই পরীক্ষায় পাশ করে সকলকেই অবাক করে দিয়েছে সে।
রনিনের এই কাজ দেখে তার নাম ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় উঠে গিয়েছে। সেখানে তাকে সবথেকে বড গোয়েন্দা ইঁদুর হিসেবে তুলে ধরা হয়েছে। রনিন আগেও একটি ইঁদুর এই ধরণের কাজ করেছিল। তার নাম ছিল রডেন্ট। সে নাকি ৭১ টি ল্যান্ডমাইন খুঁজে বের করে দিয়েছিল। তবে ৫ বছর পরেই মারা যায় সে। তাকে এই কাজের জন্য সোনার মেডেল দেওয়া হয়েছিল। ২০২২ সালে মারা যায় রডেন্ট।
তবে রনিনের শারীরিক পরিস্থিতি অনেকটাই সুস্থ রয়েছে। তাই এত তাড়াতাড়ি তাকে নিয়ে চিন্তিত নন কেউ। নিজে এই কাজটি করেও বহাল তবিয়তে নিজের প্রিয় মালিকের সঙ্গেই খেলে বেড়াচ্ছে সে। ১৯৬০ সালে কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছিল। তারপর সেখানকার মাটিতে প্রচুর ল্যান্ডমাইন মেলে। বর্তমান সময়ে কম্বোডিয়াতে ল্যান্ডমাইন ফেটে মানুষ মারা যাওয়ার ঘটনা অতি সাধারণ। ১৯৭৯ সাল থেকে এই সংখ্যা প্রায় ২০ হাজার পার করেছে। তাই ইঁদুরকে দিয়ে এবার তারা এর থেকে মুক্তির পথ দেখছেন।
