আজকাল ওয়েবডেস্ক: সমুদ্রের তলে চলছে রীতিমতো ‘ডলফিন ডান্স’! নতুন এক তথ্যচিত্রে ধরা পড়েছে একঝাঁক যুবতী ডলফিনের গোপন খেলা—যেখানে তারা ‘পাফার ফিশ’ চিবিয়ে পাচ্ছে নেশার ঝাঁজ!

বিবিসি-র Dolphins: Spy in the Pod তথ্যচিত্রে দেখা গেছে, ডলফিনরা খুব সাবধানে পাফার ফিশকে উত্যক্ত করছে যাতে সে সামান্য মাত্রায় হরমোন ছাড়ে—যা শরীরে ফেলে নেশার মতো প্রভাব। তারপর সেই ফিশ একে অপরের মধ্যে ‘শেয়ার’ করছে, যেন সমুদ্রের ভেতরেই চলেছে এক ‘ট্রান্স পার্টি’!

প্রযোজক ও জীববিজ্ঞানী রব পিলি বলেন, “ওরা এমনভাবে নাক ভাসিয়ে জলেই তাকিয়ে ছিল, যেন নিজের রিফ্লেকশন দেখে প্রেমে পড়েছে!” আসলে পাফার ফিশের হালকা কামড়, নেশার ছোঁয়া, আর ডলফিনদের ‘রোমান্টিক রিলাক্সেশন’—পুরো ব্যাপারটাই যেন সমুদ্রের কামনার কাব্য!