আজকাল ওয়েবডেস্ক: পৃথিবীর প্রতিটি প্রান্তে এখন ইন্টারনেটে কাজ হচ্ছে। একে ছাড়া কার্যত সকল কাজই অচল। তবে এখানেই উঠে এসেছে অবাক করা তথ্য। সেখানে দেখা গিয়েছে একটি গ্রাম রয়েছে যেখানে এখনও ইন্টারনেটের মুখ দেখেনি মানুষ।
 
 এই গ্রামে মানুষ রয়েছেন ২.৬ বিলিয়ন। এটি খুব একটা কম নয়। তবে এখানে এখনও ইন্টারনেট প্রবেশ করেনি। এই এলাকায় রয়েছে বিরাট পাহাড়, ছড়িয়ে রয়েছে মরুভূমি, রয়েছে ঘন জঙ্গলও। এই কারণেই এখানে কোনও ওয়াইফাই নেই। কোনও স্মার্টফোন নেই। যেখানে গোটা বিশ্ব ডিজিটাল হয়েছে সেখানে এই গ্রাম এখনও ডিজিটাল অন্ধকারে রয়েছে।
 
 মাটি থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় রয়েছে হিমালয়ের এই গ্রাম। নাম কিব্বার। এখানে কোনও ইন্টারনেট এখনও নেই। এখানকার প্রাকৃতিক পরিবেশ এমনভাবে তৈরি করা হয়েছে যে সেখান থেকে কোনও ইন্টারনেট বসানো সম্ভব নয়। 
 
 পাপুয়া নিউ গিনিতে রয়েছে একটি গ্রাম। যেখানে জিপিএস বলতে কিছুই নেই। এখানে কাজ করে না কোনও গুগল ম্যাপ। হাতে গোনা কয়েকজনের হাতে স্মার্টফোন থাকলেও সেগুলি ঠিকমতো কাজ করে না। এখানে ডিজিটাল গতি স্বপ্নের সমান।
 
 ২০২০-২১ সালে বিশ্বে হানা দিয়েছিল করোনা। এরপর থেকেই ডিজিটাল ব্যবস্থার ওপর জোর দেওয়া শুরু হয়। সেখান থেকেই অনেকে মনে করছেন ডিজিটাল যুগের সূচনা হয়েছে। তবে বিশ্বের বহু জায়গায় এখনও ডিজিটাল যুগের ছায়া পড়েনি। 
 
 ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক নেট দুনিয়াতে বিরাট ঝড় তুলেছে। তবে তিনিও এই ভৌগলিক পরিবেশের সঙ্গে তাল রেখে ডিজিটাল করতে পারবেন না। এই জায়গার যে পরিবেশ তাতে সমস্ত ডিজিটাল যুগ এখানে এসে শেষ হয়ে যায়।
