আজকাল ওয়েবডেস্ক: অক্টোপাস মানেই হল জলের নিচে থাকা অতি বুদ্ধিমান একটি প্রাণী। একে দেখতে পারলেই সেটি আপনার থেকে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করবে। তবে এমন অনেক অক্টোপাস রয়েছে যাদের দেখতে একেবারে নীরিহ বলে মনে হলেও তাদের দেহে যে বিষ রয়েছে তা নিয়ে তারা যেকোনও বড় প্রাণীদের অতি সহজেই মেরে ফেলতে পারে।
জলের নিচে যদি নীল রঙের চক্রধারী অক্টোপাস দেখতে পান তাহলে একেবারে তার ধারেকাছে যাবেন না। এর বিষ অতি মারাত্বক। এটি জলের নিচে থাকা এমন একটি প্রাণী যার শিকার করার দক্ষতা অনেক বেশি। তাই একে ভাল শিকারী বললেও খারাপ বলা হবে না।
এই অক্টোপাসের দেহে যে টক্সিন বিষ রয়েছে তা যেকোনও প্রাণীকে কায়দা করে দিতে পারে। একটি পাফারফিসে যে পরিমান বিষ থাকে তার তুলনায় ১২০০ গুন বেশি বিষ থাকে এই অক্টোপাসের দেহে। যদি এটি কোনও মানুষের দেহে প্রবেশ করে তাহলে অতি দ্রুত সে মারা যাবে। এই বিষের কোনও ওষুধ নেই। চোখের সামনে ছটফট করতে করতে মারা যাবেন আপনি।
অক্টোপাসের যে কটি প্রজাতি রয়েছে তাদের মধ্যে এটি সবথেকে বেশি ভয়ঙ্কর। এরা দেখতে অতি সুন্দর। তবে যারা এদের রূপ দেখে ভুলে যান তাদের কাছে এটি হতে পারেন জলের নিচে নিশ্চিত মৃত্যুর সমান। এই বিষ অক্টোপাসের দেহের বিষের থলিতে থাকে। এরা নিজেদের বিষ নিজেরা তৈরি করতে পারে। ফলে সেখানে কোনও বিষের অভাব হয় না। বিপদ দেখলেই এরা নিজের শত্রুর দিকে সরাসরি বিষ নিক্ষেপ করে দেয়।

ব্লু-রিঙ্গড অক্টোপাসের কামড়ের কারণে মাত্র তিনটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে দু’টি অস্ট্রেলিয়ায় এবং একটি সিঙ্গাপুরে । তবে, কিছু লোক যুক্তি দেখান যে এর কামড়ের কারণে মৃতের সংখ্যা ১১। অত্যন্ত বিষাক্ত হওয়ার কারণে, মানুষের এই প্রাণীটি দেখার সঙ্গে সঙ্গে তাদের থেকে দূরে থাকা উচিত।
আক্রান্ত ব্যক্তির শরীরে টেট্রোডোটক্সিন দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে পেশী দুর্বল ও অবশ হয়ে যায়। এর পরে এই প্রাণীটি যাদের শিকার করে, তাদের শ্বাস বন্ধ হয়ে যায় এবং তার পরে মারা যায়। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, টেট্রোডোটক্সিন দ্রুত কাজ শুরু করতে পারে। এটি শরীরে প্রবেশ করার ২০ মিনিট থেকে ২৪ ঘণ্টার মধ্যে যে কোনও জায়গায় মানুষ মারা যেতে পারে। এই বিষের কোনও প্রতিষেধক এখনো তৈরি হয়নি।
আরও পড়ুন: মাত্র ৪৫ বছর বয়সেই অবসর নিলেন কেরালার এই ব্যক্তি, হাতে পেলেন প্রায় ৫ কোটি, কীভাবে
লাইভ সায়েন্সের রিপোর্ট অনুসারে, এই অক্টোপাসগুলি আকারে ছোট যেটিতে টেট্রোডোটক্সিন একটি শক্তিশালী নিউরোটক্সিন হিসাবে পাওয়া গেছে। এর সামান্য ডোজ একজন ব্যক্তিকে কয়েক মিনিটের মধ্যে পঙ্গু করে দিতে পারে এবং এমনকি মৃত্যুও ঘটাতে পারে। টেট্রোডোটক্সিন, যা কিছু নিউট, ব্যাঙ এবং পাফার মাছেও পাওয়া যায়, এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষ।
ব্লু-রিংড অক্টোপাস বিশ্বের অন্যতম বিষাক্ত প্রাণী, যার বিষের এখনও কোনও অ্যান্টিভেনম নেই। এই প্রাণীটি কামড়ালে কয়েক মিনিটের মধ্যে মানুষ মারা যেতে পারে। এর বিষ এতটাই শক্তিশালী যে এক মিলিগ্রাম মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর শরীরে নীল রঙের রিং রয়েছে, যা সম্ভাব্য বিপদের ক্ষেত্রে তীক্ষ্ণ নীল হয়ে জ্বলজ্বল করে। এখন এই অক্টোপাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
