আজকাল ওয়েবডেস্ক: বয়স সবে ১৬। চলছে বয়সসন্ধি। কিন্তু হার মানাবে বড়দেরকেও। চেহারায় বেশ লম্বা চওড়া। হাত – পাও অত্যধিক বড়। এতটাই বড় সেই কিশোর নাম তুলে ফেললেন গিনেস বুকে। ২০২৫ গিনেস বুকে সবচেয়ে বড় পায়ের তকমা পেয়েছেন ওই কিশোর।
আমেরিকার বাসিন্দা এরিক কিলবার্নের চেহারা অন্যদের তুলনায় ছোট থেকেই বড় ছিল। বন্ধুদের মধ্যে নজরে পড়তেন সবসময়েই। কিন্তু গিনেস বুকে নাম উঠতে পারে ভাবেননি তিনি, এমনটাই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
মিশিগানের বাসিন্দা এরিক বর্তমানে একজন ফুটবল খেলোয়াড়। ছয় ফুট দশ ইঞ্চির এই কিশোর পড়াশোনা করেন সেখানের গুডরিচ হাইস্কুলে। তিনি জানিয়েছেন, কিন্ডারগার্টেনে যখন পড়তেন তখন থেকেই পরিচিতরা অবাক হয়ে দেখতেন তাঁকে। যদিও তিনি বিষয়টি উপভোগ করতেন। তবে যখন তিনি পঞ্চম শ্রেণী তখন থেকে আর তাঁর মাপের জুতো পাওয়া যেত না। সেইসময় ভেঙে পড়েছিলেন সাময়িক। পরে কয়েকটি জুতোপ্রস্তুতকারক সংস্থা তাঁর মাপের বিশেষ জুতো তৈরি করতে শুরু করে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের পায়ের জুতো সাধারণত ১০ থেকে ১২ সাইজের হয়। সেখানে তাঁর জুতোর সাইজ ২০ থেকে ২২। এক একটি পায়ের মাপ সাড়ে ১৩ ইঞ্চি। যেখানে সাধারণত পা হয় সাড়ে আট থেকে নয় ইঞ্চির মধ্যে। শুধু পা নয়, হাতের মাপও অস্বাভাবিক বড়। যেখানে একজন মানুষের হাতের মাপ হয় গড়ে সাত দশমিক চার ইঞ্চি সেখানে তার হাতের মাপ নয় দশমিক তেরো ইঞ্চি।
গিনেস ওয়ার্ল্ডে নাম ওঠার কথায় তিনি বলেছেন, তিনি কৃতজ্ঞতা জানাতে চান সেই সব জুতোপ্রস্তুতকারক সংস্থাকে, যারা সেসময় পাশে দাঁড়িয়েছিল।
