আজকাল ওয়েবডেস্ক: করার কথা ছিল অন্য এক অস্ত্রোপচার, কিন্তু করে ফেললেন অন্য কাজ! চিকিৎসকের ভুলে প্রাণ গেল যুবকের। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বলছে, ফ্লোরিডার শল্য চিকিৎসক থমাস শাকনভস্কি অস্ত্রোপচারের সময় নাকি ‘ভুল করে’ যুবকের লিভার বাদ দিয়ে ফেলেছেন।
২২ অক্টোবর ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কী বলা হচ্ছে অভিযোগে? বলা হয়েছে, ওই রোগীর এক বিশেষ অস্ত্রোপচারের কথা ছিল। চিকিৎসক পাকস্থলিতে ছিদ্র করেন। কিন্তু তার পরিবর্তে নাকি বাদ দিয়ে ফেলেন উইলিয়াম ব্রায়েনের যকৃৎকে। তারপরেই শারীরিক পরস্থিতি খারাপ হতে থাকে রোগীর। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় রোগীর।
এই ঘটনায় তোলপাড় পড়ে সেখানে। অভিযোগে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, অস্ত্রোপচারের পর, রোগীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। অভিযোগে যথাযথ পরীক্ষা-নিরীক্ষায় ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হয়েছেন চিকিৎসায়। থমাস শাকনভস্কির মেডিক্যাল লাইসেন্স বাতিল করা হয়। ১৮ ডিসেম্বর তাঁর লাইসেন্স সাসপেনশন সংক্রান্ত মামলার একটি শুনানি রয়েছে।
