আজকাল ওয়েবডেস্কঃ অস্ট্রিয়ার এক স্কুলে তাণ্ডব চালালো এক বন্দুকবাজ। এলোপাতাড়ি গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বেশ কয়েকজন৷ এখনও পর্যন্ত যা খবর মিলেছে, ওই স্কুলের শিক্ষার্থী-সহ ন'জন নিহত হয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, সাতজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। যদিও এই কাণ্ড ঘটানোর পর আত্মঘাতী হয়েছে হামলাকারী।

মেয়র এলকে কাহর (কেপিও)-এর বয়ানে  অস্ট্রিয়ান প্রেস এজেন্সি জানিয়েছে,  গ্রাজের একটি স্কুল হামলায় মোট ন'জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন ছাত্র এবং একজন প্রাপ্তবয়স্ক। সম্ভবত স্কুলেরই একজন শিক্ষক। নিহতদের মধ্যে সন্দেহভাজন ব্যক্তিও ছিলেন। অস্ট্রিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, ওই বন্দুকধারী স্কুলেরই একজন ছাত্র বলে মনে করা হচ্ছে। স্কুলের শৌচালয়ে মাথায় গুলি করে হামলাকারীও আত্মহত্যা করে বলে জানা গেছে। 

হামলার পর স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছের হেলমুট লিস্ট হলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রেড ক্রস তাদের চিকিৎসা করেছে। ঘটনার পর পুলিশ আধিকারিকরা এলাকাটি ঘিরে ফেলে এবং গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়। স্থানীয় প্রতিবেদন অনুসারে, সকাল ১০টা থেকে গুলিবর্ষণ শুরু হয়। স্কুলে গুলির শব্দ শোনার পর জনসাধারণকে এলাকাটি এড়িয়ে ঘরের ভেতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।