আজকাল ওয়েবডেস্ক: উইকিপিডিয়া ব্যবহার করেন বামপন্থী মানুষেরা। অতি বাম মনষ্করা এই ওয়েবসাইট সম্পাদনা করেন। তাই উইকিপিডিয়াতে কোনও ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন ইলন মাস্ক।
নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন বিলিয়নেয়ার। তিনি জনসাধারণের কাছে উইকিপিডিয়ায় অনুদান বন্ধের আবেদন জানান। বলেন, এই ওয়েবসাইটটির অপপ্রয়োগ করা হচ্ছে। এরপরই তাঁর বক্তব্য, প্রায় ৪০ জন সম্পাদক মিলে ইজরায়েলকে বৈধতা দেওয়ার বিষয় নিয়ে পোস্ট করেছেন এবং সম্পাদনা করেছেন। তাঁর দাবি, উগ্র ইসলামপন্থী দলগুলি এই ইজরায়েলের ছত্রছায়াতেই রয়েছে। তাকে সমর্থন করে উইকিপিডিয়ায় লেখা নিয়ে বেজায় চটেছেন টেসলা কোম্পানির মালিক।
তাঁর এই মন্তব্য নিয়ে এক প্রতিবেদন প্রকাশিত হয় মার্কিন নিউজ ওয়েবসাইট পাইরেট ওয়্যারসে। সেখানে বলা হয়, গত সাত অক্টোবরে ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার ঠিক ছয় সপ্তাহ পরে, উইকিপিডিয়ার একজন সম্পাদক সফলভাবে হামাসের ১৯৮৮ সালের সনদের উল্লেখকে মুছে ফেলেন, ওই সনদে লেখা ছিল হামাসে প্রবেশ করে ইহুদিদের হত্যা এবং ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান।
মাস্কের আরও অভিযোগ, কিছু বামমনস্ক লোককে বেশ কয়েকটি নিবন্ধ জুড়ে ইরান সরকারের স্বার্থ প্রচার করার চেষ্টা করতেও দেখা গিয়েছে, এর মধ্যে রয়েছে ইসলামিক রিপাবলিক পার্টি। এদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার অপরাধের বিপুল পরিমাণ মুছে ফেলার। তবে এবারই প্রথম নয় এর আগেও উইকিপিডিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন মাস্ক।
শুধু ইলন মাস্ক নন, ভারতেও উইকিপিডিয়াকে 'সুপার এডিটরদের' দ্বারা অপব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বা সংক্ষেপে এএনআই গত মাসে উইকিপিডিয়ার মূল কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে। অভিযোগ, উইকিপিডিয়ার বেশ কিছু জায়গায় তাদের সংস্থার নামে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। যারা সম্পাদনা করেছে তাদের ডিটেইলস চাইলে, উইকিপিডিয়া তা দিতে অস্বীকার করে। এরপরই দিল্লি হাইকোর্টে উইকিপিডিয়ার নামে দুই কোটি টাকার মানহানির মামলা দায়ের করে ওই সংবাদ সংস্থা।
