আজকাল ওয়েবডেস্ক : বিশ্ব উষ্ণায়ন রুখতে সহায়তা করতে পারে হীরে। নতুন একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে হাজার হাজার টন হীরে যদি ধুলোর মত পৃথিবীর উপরের পরিবেশে যদি ছড়িয়ে দেওয়া যায় তবে ভাল থাকবে পৃথিবী। এমনকি বিশ্ব উষ্ণায়ন রুখতে অনেকটাই সাহায্য হবে। এমনকি এরফলে পৃথিবীর গড় তাপমাত্রাও এরফলে কমবে। শুনতে অবাক করা খবর হলেও এটাই সত্যি।

 

তবে বলে রাখা ভাল শুধু হীরে নয়, সালফার, ক্যালশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন যদি এভাবেই ছড়িয়ে দেওয়া যায় তাহলেও পাওয়া যাবে একই সুফল। আসলে বিষয়টি হল যদি পৃথিবীর উপরের বায়ুস্তরে এই ধরণের জিনিস ছড়িয়ে দেওয়া যায় তবে তা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচাবে পৃথিবীকে। ফলে কমে যাবে পৃথিবীর তাপমাত্রা। পাশাপাশি এই সামগ্রীগুলি সূর্যের ক্ষতিকারক রশ্মিকে ফের মহাকাশের বুকে ফেরত পাঠিয়ে দেবে।

 

দীর্ঘদিন ধরেই এই ধরণের গবেষণা করে চলেছেন বিজ্ঞানীরা। তবে এখনও এর প্রয়োগ করা সম্ভব হয়নি। তবে এই তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছে হীরে। বিশ্ব উষ্ণায়ন রুখতে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে হীরে। বর্তমানে পৃথিবীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রতিনিয়ত বেড়ে চলেছে পৃথিবীর গড় উষ্ণতা। তাকে কীভাবে রোখা যায় এখন সেই চিন্তায় মগ্ন বিজ্ঞানীরা।

 

বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের স্তরও বাড়ছে, মেরু প্রদেশের বরফের পরিমানও কমছে। অবিলম্বে যদি এর থেকে পৃথিবীকে না বাঁচানো যায় তবে মানবজাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। সেখানেই বিজ্ঞানীরা মনে করছে তারা এমন কোনও জিনিস যদি পৃথিবীর বায়ুস্তরে ছড়িয়ে দিতে পারেন যেখান থেকে সূর্যের আলো প্রতিফলিত হতে পারে। সেই থেকেই হীরে নিয়ে এই চিন্তাভাবনা করছেন তারা।