আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বৃহস্পতিবার পদত্যাগ করলেন এবং জানালেন যে তিনি ৩ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিওলের সরকারি কমপ্লেক্সে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।
প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সরে যাওয়ার পর প্রেসিডেন্ট পদে শূন্যতা তৈরি হলে সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তারই পরিপ্রেক্ষিতে সরকার ৩ জুনকে নির্বাচন দিবস এবং অস্থায়ী ছুটি হিসেবে ঘোষণা করেছে।
হান বলেন, “এই সংকটময় সময়ে দায়িত্বের ভার বিবেচনা করে অনেক চিন্তা-ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি এই পথই যদি একমাত্র হয়, তবে আমাকে এগোতেই হবে।”
হান এখন রক্ষণশীল শিবিরের প্রিয় প্রার্থী হিসেবে ধরা হচ্ছে এবং তিনি লিবারাল ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
এদিকে, রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (PPP) প্রার্থী বাছাই হবে শনিবার। দলের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী — হান ডং-হুন ও কিম মুন-সু — উভয়েই হানের সঙ্গে প্রার্থী পদ মিলিয়ে দেওয়ার প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন।
প্রার্থীদের ১১ মে-র মধ্যে নাম দাখিল করতে হবে এবং ১২ মে থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। নির্বাচিত প্রেসিডেন্ট শপথ ছাড়াই সরাসরি দায়িত্ব নেবেন। ইউন সুক ইওল দেশের দ্বিতীয় প্রেসিডেন্ট যিনি সাংবিধানিক আদালতের মাধ্যমে সরে দাঁড়ালেন, যার আগে ২০১৭ সালে পার্ক গিউন-হে একইভাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
