আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় বার আমেরিকার মসনদে বসার পর থেকেই শুল্ক নিয়ে ভারতের উপর তোপ দেগে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত আমাদের পণ্যে বিপুল শুল্ক আরোপ করে। আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না। শুক্রবার হোয়াইট হাউস থেকে শুল্ক নিয়ে ফের তোপ দাগলেন ট্রাম্প।
আমেরিকার পণ্যে শুল্কের পরিমাণ হ্রাস করতে রাজি হয়েছে ভারত, জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ''ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ শুল্ক নেয়। আমরা ভারতে কিছু বিক্রিই করতে পারি না। তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ, এত দিন ধরে ওরা যা করে এসেছে, সেই কীর্তি এতদিনে কেউ ফাঁস করে দিয়েছে।''
২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত-সহ এবং অন্যান্য দেশের দ্বারা আরোপিত উচ্চ শুল্কের ক্রমাগত সমালোচনা করে আসছেন। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তৃতায় ট্রাম্প বলেন, ''অন্যান্য দেশ গত কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে। আমাদের এখন সেই সব দেশের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করা শুরু করব।''
ভারত ছাড়াও আরও অনেক দেশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ''ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত- এদের নাম শুনেছেন? এবং আরও অন্যন্য দেশ আমাদের পণ্যে অনেক বেশি শুল্ক চাপায়। এটা ঠিক নয়। ভারত তো গাড়ি শিল্পে ১০০ শতাংশেরও বেশি শুল্ক নিয়ে থাকে।'' গত মঙ্গলবার আমেরিকার প্রতি বিভিন্ন দেশের শুল্কনীতির পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপানোর বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ট্রাম্প।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য হয়েছে মোট ১২ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। এর মধ্যে ভারতে ৪,১০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে আমেরিকা। ২০২৩ সালের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪,৫০০ কোটি ডলার।
