আজকাল ওয়েবডেস্ক: বালি বিধানসভার এসআইআর-এর কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দলীয় সূত্রে জানা গিয়েছে এই খবর। গত সোমবার ভার্চুয়াল ব্যবস্থাপনায় রাজ্য জুড়ে দলীয় নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে এসআইআর নিয়ে তিনি যেমন বার্তা দিয়েছেন তেমনি বিধানসভা ধরে ধরে কোথায় কার কীরকম 'পারফর্মেন্স' সেই নিয়েও আলোচনা করেছেন। 

দলীয় একটি সূত্র জানায়, রাজ্যের অন্যান্য বিধানসভার মতো ওই বৈঠকে হাওড়ার বালি বিধানসভার প্রসঙ্গও উঠে আসে। সেখানে বালি বিধানসভায় এসআইআর-এর কাজ নিয়ে অভিষেক সন্তোষ প্রকাশ করেছেন বলেই ওই সূত্রটি জানিয়েছে। জানা গিয়েছে, বালিতে এখন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের ৩৫টি শিবির চলছে। হাওড়ার যুব সভাপতি (সদর) কৈলাশ মিশ্র নিজে এই শিবিরগুলির তত্বাবধানে আছেন বলে হাওড়া তৃণমূলের একটি সূত্র জানিয়েছে। ওই সূত্রটি জানায়, "আমাদের লক্ষ্য হল একজন প্রকৃত ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। সেজন্য সকাল থেকেই শিবিরে শিবিরে কর্মীরা উপস্থিত হয়ে যাচ্ছেন। অভিষেক ব্যানার্জির প্রশংসা আমাদের 'ভোকাল টনিক' হিসেবে কাজ করেছে। কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন।" 

ওই সূত্রটি জানিয়েছে, বালি ছাড়াও ভার্চুয়াল মিটিংয়ে অন্যান্য বেশ কয়েকটি বিধানসভায় এসআইআর নিয়ে যেমন প্রশংসা করেছেন তেমনি যেসমস্ত বিধানসভা কাজের নিরীখে বাকিদের থেকে পিছিয়ে রয়েছে সেই বিধানসভাগুলির প্রসঙ্গ তুলে সেখানকার নেতৃত্বকেও সতর্ক করেছেন। এবিষয়ে হাওড়া তৃণমূলের যুব সভাপতি কৈলাশ মিশ্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বৈঠকের ভিতরের খবর বলাটা ঠিক নয়। তবে এটুকু বলতে পারি দলনেত্রী মমতা ব্যানার্জি বা দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই চলব। হ্যাঁ, এটা ঠিক সর্বোচ্চ স্তরের প্রশংসা শুনলে কাজে অবশ্যই উৎসাহ বেড়ে যায়।"