আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়েছেন ভারতের ছেলে। প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেষ স্টেশনে পৌঁছে গিয়েছেন। সেখানে পৌঁছে প্রাথমিকভাবে শুভাংশুর শারীরিক অসুস্থতার কথা জানা গেলেও, জানা গিয়েছে এখন সুস্থ রয়েছন তিনি।

অ্যাক্সিয়ম স্পেসের মতে, সদস্যরা নিজেদের খাপ খাওয়াচ্ছেন ‘জিরো গ্রাভিটি’র সঙ্গে। 

বুধবার মহাকাশ স্টেশনের পথে উড়ান শুরু হয় শুভাংশুদের মহাকাশযানের। চার সদস্যের অভিযানের কমান্ডার হিসাবে নেতৃত্ব দিয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর হুইটসন। এছাড়াও রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। 

মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, হুইটসন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি ছবি। সঙ্গে লিখেছেন, ‘আমি এই দৃশ্য মিস করে গেলাম।‘ উজ়নানস্কি-উইসনিউস্কি ‘মাইক্রোগ্রাভিটি বিগান’ বলে একটি পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

?ref_src=twsrc%5Etfw">June 27, 2025

Ax-4 মহাকাশচারীরা নিজেদের নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে গবেষণার জন্য প্রস্তুতি শুরু করেছেন। তাঁরা বেশ কয়েকটি পরীক্ষার জন্য সেটআপ শুরু করে এবং নমুনাগুলি নির্দিষ্ট মডিউলে স্থানান্তর করতে শুরু করেছেন।

?ref_src=twsrc%5Etfw">June 27, 2025

উল্লেখ্য,  শনিবার শুভাংশুর সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্সবার্তায় প্রধানমন্ত্রী মোদি এবং শুভ্রাংশু শুক্লার হাসিমুখে কথোপকথনের দৃশ্য শেয়ার করা হয়েছে।

 পিএমও ইন্ডিয়া এক্স-এর একটি পোস্টে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আলাপচারিতা করেছেন।”