আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানীদের হাতে চলে এল অবাক করা আবিষ্কার। জলের নিচে থাকা আগ্নেয়গিরি থেকে তারা কী পেলেন। তা জানলে অবাক হতে হবেই।


কানাডার জলের নিচে থাক একটি সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে থেকে পাওয়া গেল হাজার হাজার ডিম। এগুলি আকারে অতি বিশাল। তবে অবাক করা বিষয় হল এগুলি সবই প্রশান্ত মহাসাগরের সাদা শঙ্কর মাছের ডিম।


এই প্রবল শীতের মধ্যে কীভাবে এতগুলি ডিম রয়েছে তা নিয়ে এখন বিজ্ঞানীদের চোখ কপালে উঠেছে। জানা গিয়েছে এই ডিমগুলি সবই প্রায় জীবিত রয়েছে। এর মানে হল এগুলি সবই এই প্রবল শীতকে মানিয়ে নিতে পেরেছে। তাই এই প্রবল শীতের মধ্যেও এগুলি বেঁচে রয়েছে।

 


এই আগ্নেয়গিরিটি বহু বছর ধরে বেঁচে ছিল। এরপর এটি ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তারপর থেকেই এখানে নানা ধরণের প্রাণীরা বাসা করেছে। তৈরি হয়েছে নতুন এক জগৎ। বিজ্ঞানীদের একটি দল এখানে বিগত কয়েকদিন আগে যান। সেইসময় তারা এই হাজার হাজার ডিম দেখে একেবারে অবাক হয়ে যান। তারা মনে করছেন এখানে নিজেদের ডিম দেওয়ার ভাল জায়গা পেয়েছে বলেই এতগুলি ডিম এখানে রয়েছে।

 


তবে বিজ্ঞানীদের কাছে সবথেকে অবাক করা বিষয় হল এই বিরাট আকারের ডিমগুলি কীভাবে এখানে তৈরি হল। মনে করা হচ্ছে আগ্নেয়গিরির উপর থাকার ফলে এগুলি শুরু থেকেই বাড়তি তাপ পেয়েছে। ফলে সেখান থেকে এগুলি নিজে থেকেই নিজের অন্য আকার ধারণ করেছে। এই ডিমগুলি ফুটে যে মাছগুলি বের হয়ে আসবে সেগুলি থেকেও বিরাট আকার দেখা যাবে।

 


চিনের যে শহর থেকে ডাইনোযুগের ফসিল পাওয়া গিয়েছে সেগুলি এখনও জীবন্ত রয়েছে। ঠিক তেমনভাবে জলের নিচে থাকা এই ডিমগুলিও জীবন্ত রয়েছে। যেন বিরাট কোনও যুদ্ধের আগে এরা তৈরি হচ্ছে ধীরে ধীরে। আসরে নেমে এরা সেই যুদ্ধকে জয় করবে। আগ্নেয়গিরির গরম যেখানে এরা নিজের কাছে নিয়েছে তাই এগুলি জলের নিচে বাকি প্রাণীদের কাছেও বিরাট সমস্যা তৈরি করবে।