আজকাল ওয়েবডেস্ক : ফের যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তৈরি। রাশিয়া ইউক্রেনের দিকে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই মিসাইল উৎক্ষেপণের পর কিভ এবং তার মিত্রদের প্রতি রাশিয়া ফের একবার কঠোর বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। চলতি পরিস্থিতি এবং উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ মস্কোর কৌশলগত সক্ষমতা এবং তাদের অবস্থান পুনরায় জোরাল করার দিকে আরও একটি কঠোর পদক্ষেপ বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিকমহল।
যদিও এই উৎক্ষেপণের বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ইউক্রেনকে সামরিক সহায়তার বদলা হিসেবে রাশিয়ার শক্তি প্রদর্শনের একটি কৌশল। এই পদক্ষেপ উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ন্যাটো এবং তার মিত্র দেশগুলি রাশিয়ার এই কাজের দিকে কড়া নজর রেখেছে। এমনিতেই ইউক্রেন নিয়ে রাশিয়ার মনোভাবের কথা কারও অজানা নয়।
তার উপর এই ধরণের একটি হামলা ফের একবার দুই দেশের মধ্যের পরিস্থিতি আরও ঘোরালো করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এবিষয়ে এখনও কোনও জবাব দেওয়া হয়নি। তবে তারা বেশিদিন চুপ করে বসে থাকবে সেটাও নয়। ইউক্রেনের বিমান বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। সেথানে বলা হয়েছে রাশিয়া তাদের উপর নানা ধরণের মিসাইল হামলা করছে রাশিয়া। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাদেরকেও এর জবাব দিতে হবে। সবমিলিয়ে ফের একবার যুদ্ধের কালো ঘনঘটার মেঘ।
