আজকাল ওয়েবডেস্ক: একদিকে যখন ভারত ও ব্রিটেন বহুদিনের টানাপোড়েন শেষে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সই করেছে, অন্যদিকে ভারতীয় ছাত্রদের জন্য এল এক হতাশাজনক খবর। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রক এক নতুন ঘোষণায় জানিয়েছে, এমন কিছু দেশের নাগরিকদের স্টুডেন্ট ভিসা দেওয়া হবে না, যাঁদের আশ্রয়প্রার্থীর সংখ্যা বেশি—এ তালিকায় ভারত, পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কা অন্তর্ভুক্ত।
বলা হয়েছে, অনেকেই স্টুডেন্ট ভিসার আড়ালে ব্রিটেনে এসে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যার ফলে ব্রিটেনের অভিবাসন ব্যবস্থা চাপে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার আশ্রয় ব্যবস্থার এই অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন।
এদিকে ভারত বিশেষভাবে ১৮ থেকে ৩০ বছর বয়সী ৩,০০০ যুব ভারতীয়কে কাজের সুযোগ দেওয়ার জন্য একটি বিনিময় কর্মসূচির দাবি জানিয়েছে।
অন্যদিকে, সাহিত্যপ্রেমীদের জন্য এসেছে এক নতুন সুযোগ। ব্রিটিশ লেখালেখির স্কুল 'The Novelry' তিন পৃষ্ঠার উপন্যাস প্রস্তাবে ৭৫,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে।
এছাড়াও ব্রিটেনে এখন ‘পাব ডেস্কিং’-এর চল বেড়েছে—মাত্র ১৫ পাউন্ডে পাবেই অফিসের স্বাদ, সঙ্গে ব্রেকফাস্ট বা লাঞ্চ, ওয়াইফাই ও পানীয়।
