আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ঘটনাকে ঘিরে উত্তাল বিশ্ব। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বারবার বৈঠক করা হচ্ছে। এমনকি, ভারতের বিদেশসচিবও বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের সঙ্গে। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা যাঁরা সাধারণ মানুষের কাছে, বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছেন সেই সাংবাদিকদের জন্য কি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বাংলাদেশ? আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারসের’ এক রিপোর্টে সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। 

 

 

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে শুধু ২০২৪ সালে নিজের পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। যা কিনা গত পাঁচ বছরে সর্বোচ্চ। গত পাঁচ বছরের মধ্যে এই সংখ্যা রেকর্ড। এর মধ্যে শুধু বাংলাদেশেই প্রাণ হারিয়েছেন পাঁচজন। গত কয়েক মাস ধরে ওপার বাংলার পরিস্থিতি তা কভার করতে গিয়ে একাধিক বার বিপদের সম্মুখীন হতে হয়েছে সাংবাদিকদের। তবে রিপোর্টে অবশ্য শুধু বাংলাদেশ নয়, ওপরের দিকে নাম রয়েছে গাজার। সাম্প্রতিক কালে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক স্থান বলে জানানো হয়েছে রিপোর্টে।

 

 

বলা হচ্ছে, ২০২৩ সালের অক্টোবরে মাসের পর থেকে প্যালেস্টাইনে মৃত্যু হয়েছে মোট ১৪৫ জন সাংবাদিকের। গত পাঁচ বছরে বিশ্বের অন্যান্য যে কোনও দেশের থেকে চলতি বছর প্যালেস্টাইনে সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। এই হত্যাযজ্ঞকে নজিরবিহীন রক্তস্নান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় প্যালেস্টাইনের পর নাম রয়েছে পাকিস্তানের। সেখানে প্রাণ হারিয়েছেন মোট সাতজন সাংবাদিক। তারপরেই নাম রয়েছে বাংলাদেশের। সেখানে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।