আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে তৈরি করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা বলয়। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের উচ্চ প্রশিক্ষিত কমান্ডো, ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড, বিশেষ স্নাইপার টিম, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নজরদারি—সব মিলিয়ে পাঁচ-স্তরের সুদৃঢ় নিরাপত্তা রিং মোতায়েন করা হয়েছে।
পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। আগমনের পরদিন তিনি রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা পাবেন। এরপর মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাটে শ্রদ্ধা নিবেদন, হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠক, ভারত মণ্ডপমে একটি বিশেষ ইভেন্ট এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে অংশগ্রহণ—তার কর্মসূচি বেশ ব্যস্ততাপূর্ণ।
এই গোটা সফরজুড়ে অভেদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে চার ডজনেরও বেশি বিশেষজ্ঞ নিরাপত্তা কর্মী আগেই দিল্লিতে এসে পৌঁছেছেন। দিল্লি পুলিশ ও NSG–এর সঙ্গে সমন্বয় করে তাঁরা পুতিনের কনভয়ের সম্ভাব্য সকল রুট বারবার পরীক্ষা করে দেখছেন। বিশেষ ড্রোনের মাধ্যমে কনভয়ের গতিবিধি নিরীক্ষণের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে, যা সফরের প্রতিটি মুহূর্তে সক্রিয় থাকবে। রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হবে অভিজ্ঞ স্নাইপার।
টেকনোলজি–নির্ভর নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যামার, ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা, লাইভ AI মনিটরিং সিস্টেমসহ উন্নত ইলেকট্রনিক নজরদারির ব্যবস্থা থাকবে পুরো সফরজুড়ে। পুতিন দিল্লিতে পা রাখার সঙ্গে সঙ্গে পাঁচ স্তরের নিরাপত্তা রিং সক্রিয় হয়ে যাবে বলে সূত্রে জানা গেছে। প্রতিটি স্তরের কর্মকর্তারা কেন্দ্রীয় কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগে থাকবেন। বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশ ও NSG, আর সবচেয়ে ভেতরের স্তর রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের হাতে।
তবে একটি বিশেষ পরিস্থিতিতে এই নিরাপত্তা গঠনে যুক্ত হবে ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপ (SPG) — যখন পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থাকবেন। SPG তখন অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ হয়ে যৌথভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলয়টি গঠন করবে।
পুতিন যে হোটেলে থাকবেন সেটিও পুরোপুরি স্যানিটাইজ ও স্ক্যান করা হয়েছে। রাশিয়ান কর্মকর্তারা সফরের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্ভাব্য সমস্ত স্থানের নিরাপত্তা যাচাই করছেন। এমনকি যেসব স্থানে পুতিন হঠাৎ যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন—সেগুলোর একটি তালিকা প্রস্তুত করে সেগুলোকেও নজরদারির আওতায় রাখা হয়েছে।
এই সফরের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হল পুতিনের বিখ্যাত Aurus Senat লিমুজিন। রাশিয়া থেকে বিশেষ বিমানে করে আনা হচ্ছে এই ভারী বর্মযুক্ত বিলাসবহুল গাড়িটি, যাকে অনেকেই বলেন “চলন্ত দুর্গ” বা fortress-on-wheels। রাশিয়ার অটোমেকার Aurus Motors–এর তৈরি পুরোপুরি দেশীয় প্রযুক্তিনির্ভর এই লিমুজিন ২০১৮ সাল থেকে পুতিনের সরকারি গাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি ‘Kortezh’ প্রকল্পের অংশ।
সম্পূর্ণ সফরজুড়ে এই উন্নত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে, যাতে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সফরে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
