আজকাল ওয়েবডেস্ক: মানসিক চাপ নিতে পারেন না অনেকেই। এবার সন্ধান পাওয়া গেল এক যুবকের যিনি সেই চাপ থেকে রেহাই পেতে বাড়ি ভাঙেন। শুনে চোখ কপালে উঠলেও এটাই ঘটেছে বাস্তবে। একটা, দুটো নয়, হাজারের ওপর বাড়ি ভেঙেছেন ওই যুবক। অবাক করা ওই ঘটনাটি জাপানের। শেষপর্যন্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৭ বছর বয়সী ওই যুবক দক্ষিণ জাপানের বাসিন্দা। সোমবার তিনি সেখানকার দাজাইফুতে গিয়েছিলেন। একজনের বাড়িতে ঢোকেন। পুলিশের সন্দেহ তালিকায় আগে থেকেই ছিলেন ওই যুবক। সেই যুবক বাড়ি ভাঙার কাজ শুরু করতেই পুলিশ হাতেনাতে ধরল ওই অভিযুক্তকে। জাপানের পুলিশের পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, বাড়ি ভাঙাই তাঁর নেশা। তিনি এর আগে এক হাজারটিরও বেশি বাড়ি ভেঙেছেন। রাগ হলে কিংবা মানসিকভাবে চাপে থাকলে তিনি সেই চাপমুক্ত হতে বাড়ি ভাঙেন। পুলিশের কাছে তাঁর অকপট স্বীকারোক্তি, যখনই মানসিক চাপ আসে তখনই সে দরদর করে ঘামতে থাকে। হাতের তালুও ঘামতে থাকে। দিশেহারা হয়ে পড়েন যুবক। এরপর বাড়ি ভাঙলেই চরম শান্তি অনুভব করে সে।
অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, রাগ হলে অনেকেই নানাভাবে তার বহিঃপ্রকাশ করেন। কেউ কেউ আবার জিনিসপত্র ভাঙাভাঙিও করেন। সেটা থালা, বাটি, গ্লাস, ফুলদানি যে কোনও কিছু হতে পারে। কিন্তু তা বলে আস্ত বাড়ি! এই ঘটনা এই প্রথম।
