আজকাল ওয়েবডেস্ক: এ যেন ডাইনোসর। ১০ ফুট লম্বা। সাড়ে তিনশ থেকে চারশ পাউন্ড ওজন। মাঝ রাস্তায় এল কোত্থেকে? একদিকে প্রশ্ন হাজার, আবার তাকে নিয়ে উৎসাহের শেষও নেই। বন বিভাগের কর্মীরা বলছেন, ওই বিরাটাকায় জন্তু রোদ পোহাতে রাস্তায় বেরিয়ে একাবারে ব্যাঘাত ঘটিয়েছে যান চলাচলে।

আদতে ঘটেছে কী, উত্তর ক্যারোলিনার অনস্লো কাউন্টিতে ওল্ড ৩০ রোডের কাছে একটি ৪০০ পাউন্ড ওজনের, ১০ ফুট লম্বা কুমির রোদ পোহাতে বেরিয়েছিল রাস্তায়। অনস্লো কাউন্টি শেরিফের অফিসের ডেপুটি এবং নর্থ ক্যারোলিনা ওয়াইল্ডলাইফ রিসোর্সেস কমিশনের অফিসাররা তৎক্ষণাৎ সেখানে পৌঁছান। তার আবার নামও দেন, পেপে দ্য গেটর। 

তবে তা নজর কেড়েছে কর্তা ব্যক্তিদের ফেসবুক পোস্টের পর। সেখানে বেশ মজার ছলেই লেখা হয়েছে, যে রাস্তায় নেমে এসে যানজট, আতঙ্ক তৈরি করলেও, কারও কোনও ক্ষতি করেনি। তার বেশকিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রীতিমতো। সবকটিতেই দেখা গিয়েছে, নির্লিপ্তভাবে মাঝরাস্তায় শুয়ে রিয়েছে সে। 

তবে যেহেতু সে তার বাসস্থান, জলাশয় থেকে বহুদূরেই ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিল, তাই পেপে দ্য গেটরকে নিরাপদে উত্তর ক্যারোলিনার জ্যাকসনভিলে অবস্থিত মেরিন কর্পস ঘাঁটি ক্যাম্প গেইগারে পৌঁছে দেওয়া হয়। পেপে দ্য গেটরকে দেখে অনেকেই মজা করে বলছেন, এ যেন সঠিক কাগজপত্র, প্রমাণ ছাড়াই চলমান ডাইনোসর।