আজকাল ওয়েবডেস্ক: নয়াদিল্লিতে জারি করা ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতির বিষয়ে 'তীব্র আপত্তি' জানাল পাকিস্তান। শনিবার আফগান রাষ্ট্রদূতকে তলব করল ইসলামাবাদ। আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রীর সফরকালে যৌথ বিবৃতিতে প্রকাশ জম্মু-কাশ্মীর নিয়ে বক্তব্যতেই চটেছে শাহবাজ শরিফের সরকার। উল্লেখ্য, বর্তানে ছয়'দিনের সফরে ভারতে রয়েছেন আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি।
জম্মু ও কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি ভারত-আফগানিস্তান যৌথ বিবৃতিতে এই কথা ঘোষণা করা হয়। আর সেই কথা শুনেই ক্ষুব্ধ পাকিস্তান। গভীর উদ্বেগের কথা তুলে ধরেছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করাটা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত এবং বিতর্কিত অঞ্চলটির আইনি মর্যাদার স্পষ্ট লঙ্ঘন। ইসলামাবাদের দাবি, এই যৌথ বিবৃতি অবৈধভাবে ভারতের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের (IIOJK) মানুষদের অনুভূতিতে আঘাত করেছে। আন্তর্জাতিক স্তরে কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করেনি। পাকিস্তান সব সময়ে কাশ্মীরকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে চলেছে।
ভারত-আফগান যৌথ বিবৃতি অনুসারে, গত এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাবুল। আফগানিস্তান, সেই সময়ে ভারত সরকার ও জনগণের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছিল। উভয় পক্ষই এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থা প্রচারের গুরুত্বের উপর জোর দিয়ে আঞ্চলিক দেশগুলি থেকে উদ্ভূত সমস্ত জঙ্গি কর্মকাণ্ডের দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছিল।
আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছিলেন, সন্ত্রাসবাদ শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। তাঁর এই বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। কিন্তু পড়ি দেশের এমন মনোভাবে বেকায়দায় পাকিস্তান! ফলে যৌথ বিবৃতি নিয়ে পাকিস্তানের তীব্র আপত্তি তুলে ধরে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। বিবৃতিতে ইসলামাবাদ জোর দিয়ে বলেছে যে, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের দায়িত্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া আফগান অন্তর্বর্তীকালীন সরকারকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায় থেকে অব্যাহতি দিতে পারে না।
বিবৃতিতে পাকিস্তানের দীর্ঘস্থায়ী আতিথেয়তার কথা তুলে ধরা হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের দিক থেকে জঙ্গিরা বারবার পাকিস্তানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি পাকিস্তান আফগান শরণার্থীদের প্রসঙ্গও টেনে এনেছেন। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে পাকিস্তানে থাকা বিদেশি নাগরিকদের উপরে তারা কড়া নজরে রাখবে। গত ৪০ বছর ধরে পাকিস্তান প্রায় ৪০ লক্ষ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু এখন আফগানিস্তানে শান্তি ফিরতে শুরু করেছে, তাই যাদের কাগজপত্র ঠিক নেই, তাদের নিজের দেশে ফিরে যেতে হবে।
এরপরই ইসলামাবাদের পাকিস্তানেরও- দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে এবং আফগান সরকার আশা করে যে তার ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী উপাদানগুলি ব্যবহার করা থেকে বিরত রাখতে 'জোরালো ব্যবস্থা' নেবে।
কেন রাগে ফেটে পড়ছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দাদের মতে, জম্মু-কাশ্মীর নিয়ে বিশ্বমঞ্চে ইসলামাবাদের কূটনীতি ব্যর্থ হয়েছে। আর এতেই দিশাহার পাকিস্তান। তবে, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ ছিল এবং থাকবে। এ বিষয়ে তৃতীয় পক্ষের উপদেশ ভারত মানবে না।
আরও পড়ুন- কাবুলে বিমান হামলার প্রতিশোধ, তালিবানদের পাল্টা মারে নিহত ১৫ পাক সেনা, দখল একাধিক সেনা চৌকি!
