আজকাল ওয়েবডেস্ক: দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া। ইতিমধ্যেই ৩০ হাজারের বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাতে হয়েছে। যে হারে দাবানল ছড়িয়ে পড়ছে সেখান থেকে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। দাবানলের তীব্র তাপে গোটা এলাকার তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। ফলে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। দ্রুত সকলেই নিজেদের এলাকা ছাড়তে চাইছেন। ফলে রাস্তায় তৈরি হয়েছে ট্রাফিক জ্যাম। প্রতিটি মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ইতিমধ্যেই দাবানলের জেরে প্রায় তিন হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল এখানে তীব্র হাওয়ার দাপট। ফলে এক এলাকা থেকে অন্যত্র দ্রুত ছড়িয়ে পড়ছে এই দাবানল। গোটা এলাকার পরিবেশ শুষ্ক থাকার জন্য অতি দ্রুত নিজের কাজ করছে এই দাবানল। ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ এর জেরে আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বেশিরভাগ মানুষ যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাত এবং মুখের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। তাদেরকে জরুরি ভিত্তিতে চিকিৎসা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকলকর্মীও আক্রান্ত হয়েছেন। এক মহিলা দমকলকর্মী মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।  লস অ্যাঞ্জেলসের মেয়র ইতিমধ্যেই দাবানলের জেরে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছেন।

 

 

তিনি আরও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা সবধরণের কাজ করছেন। তবে দ্রুত যদি একে কাবু না করা যায় তাহলে আরও ব্যাপকভাবে এর মাত্রা বাড়বে। প্রতিসময়তেই বাড়ছে দাবানলের পরিমান। ফলে সেখান থেকে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করছে দমকল কর্তৃপক্ষ। দমকল বিভাগের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এই দাবানল। আকাশপথ থেকেও আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে এত দ্রুত এই দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসবে না বলেই মনে করছে প্রশাসন।