আজকাল ওয়েবডেস্ক: ওনলি ফ্যানস তারকা লিলি ফিলিপ্স একদিনে ১০০ জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। তবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আর সংখ্যা মনে রাখতে পারেননি তিনি। সেঞ্চুরি পেরিয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়াল ১০১ জনে। ইউটিউবার জশ পিটার্স সম্প্রতি একটি তথ্যচিত্র প্রকাশ করেছেন। সেখানেই ২৩ বছর বয়সী ওনলি ফ্যানস তারকার এই বিস্ময়কর উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। লিলি তাঁর পেজের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। জানা গিয়েছে, প্রথম দিকে ওনলি ফ্যানস তারকা এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন।

 

 

জানিয়েছিলেন, এটা তাঁর ‘ফ্যান্টাসি’। কিন্তু চ্যালেঞ্জ শেষের তাঁর অনুভূতি বদলে যায়। গোটা ঘটনাটা ঘটেছিল একটা এয়ারবিএনবি রুমে। ২৪ ঘণ্টা কাটার পর সেই ঘরে গিয়ে দেখা যায় সেখানে ফুল, টিস্যু, এবং কন্ডমের মতো জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। লিলি জানান, ‘অবাক হওয়ার বিষয় আমার শরীর তেমন আঘাত পায়নি তবে আমি ভীষণ ক্লান্ত। আমার চোখ প্রচণ্ড ব্যথা করছিল। পুরোটা শেষ করতে যতটা সময় লাগবে ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। যখন মাত্র ৪০ জন শেষ হল, তখন আমি বুঝতে পেরেছিলাম এখন অর্ধেকও হয়নি। ৪০ জন সংখ্যাটাও অনেক বেশি।

 

 

আমি জানি না, অন্য কাউকে এই চ্যালেঞ্জ নিতে বলব কিনা’। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজেকে ‘রোবোটিক’ আখ্যা দিয়েছেন লিলি। জানিয়েছেন, ৩০ জনের পর থেকেই কোনওকিছু স্বাভাবিক মনে হচ্ছিল না। মাত্র কয়েকজনের মুখ মনে করতে পারছি। ভিডিও রেকর্ড না থাকলে আমি নিজেও বিশ্বাস করতাম না যে আমি একদিনে ১০১ জনের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি’। ১০০ জনেই থেমে থাকবেন না লিলি। জানিয়েছেন, তাঁর নতুন চ্যালেঞ্জ এক দিনে ১০০০ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা। যা তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সম্পন্ন করার কথা ভাবছেন।