আজকাল ওয়েবডেস্ক: নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক বৃহস্পতিবার নতুন ১০০ টাকার নোট প্রকাশ করেছে, আর তা ঘিরেই জোল আলোচনা। কেউ কেউ বলছেন, এ পড়শি দেশের বাড়াবাড়ি। যেখানে নোটের উপরে রয়েছে নেপালের মানচিত্র। আর অবাক করা ঘটনা, সেখানেই ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা অন্তর্ভুক্ত রয়েছে।

নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের (এনআরবি) নতুন নোটটিতে পূর্ববর্তী গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। ব্যাঙ্ক নোটটি জারির তারিখ ২০৮১ বঙ্গাব্দ, যা পূর্ববর্তী বছর, ২০২৪ নির্দেশ করে।
২০২০ সালের মে মাসে, কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে। পরে, এটি সংসদ দ্বারা অনুমোদিত হয়।

২০২০ সালের মে মাসে, কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। ভারত সেই সময় নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। সংশোধিত মানচিত্রকে "একতরফা পদক্ষেপ" বলে অভিহিত করেছিল এবং কাঠমান্ডুকে সতর্ক করে দিয়েছিল যে আঞ্চলিক দাবির এই "কৃত্রিম সম্প্রসারণ" ভারতের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। 

মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে, বৃহস্পতিবার একজন এনআরবি মুখপাত্র বলেন, মানচিত্রটি ইতিমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে। ১০, ৫০, ৫০০ এবং ১০০০ টাকার মতো বিভিন্ন মূল্যমানের ব্যাঙ্ক নোটের মধ্যে, শুধুমাত্র ১০০ টাকার নোটে নেপালের মানচিত্র রয়েছে, তাও স্পষ্ট করেছেন তিনি। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, কী কী রয়েছে নেপালের নয়া ১০০ টাকার নোটে?

নেপালের নতুন ১০০ টাকার নোটের বা দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে।


 যেখানে ডানদিকে নেপালের জাতীয় ফুল রডোডেনড্রনের জলছাপ রয়েছে।


নোটের মাঝখানে নেপালের একটি হালকা সবুজ রঙের মানচিত্র রয়েছে।


 মানচিত্রের পাশে অশোক স্তম্ভটি মুদ্রিত রয়েছে, সেখানে লেখা রয়েছে "লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান।" 


নোটের অপর পিঠে একটি শিংওয়ালা গণ্ডারের ছবি রয়েছে। 


নোটটিতে একটি সুরক্ষা সুতো এবং একটি এমবসড কালো বিন্দুও রয়েছে, যা দৃষ্টিহীনদের এটি চিনতে সাহায্য করে।