আজকাল ওয়েবডেস্ক: তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বড়সড় দাবি করলেন ন্যাটো প্রধান মার্ক রুট্টে। তাঁর দাবি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে হাত মিলিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারেন। তাঁর আরও দাবি, চীন তাইওয়ান দখলের চেষ্টা শুরু করতে পারে, একই সঙ্গে রাশিয়া ন্যাটো অঞ্চলগুলিতে আক্রমণ শুরু করতে পারে।

নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্ক বলেছেন, “জিনপিং তাইওয়ানে আক্রমণ শুরু করতে পারেন এবং পুতিনকে ন্যাটো দেশগুলিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরে রাখার জন্য আক্রমণ করার দায়িত্ব দিতে পারেন। এমন পরিস্থিতিতে, চীনের আগ্রাসন মোকাবিলায় পশ্চিমি দেশগুলির উচিৎ তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা। একই সঙ্গে, রাশিয়াকে ইউরোপে আক্রমণ করা থেকে বিরত রাখতে ন্যাটো দেশগুলিকে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে।"

সাক্ষাৎকারে মার্ক দাবি করেছেন, তাইওয়ান আক্রমণ করার আগে জিনপিং পুতিনকে ফোন করবেন। তিনি পুতিনকে বলবেন, “আমি এটা করতে যাচ্ছি। এমন পরিস্থিতিতে, ইউরোপে আমেরিকা এবং ন্যাটোকে ব্যস্ত রাখার জন্য আপনাকে ন্যাটো অঞ্চলে আক্রমণ করতে হবে।” তাঁর দাবি, বেজিং পশ্চিমি দেশের মনোযোগ অন্যদিকে সরাতে মস্কোকে ব্যবহার করবে।

চীন, রাশিয়া এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে মার্কের দাবি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমেরিকা এবং তাইওয়ানের শীর্ষ নেতারা ভবিষ্যদ্বাণী করেছেন যে চীন ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে সংযুক্ত করার জন্য আক্রমণ করতে পারে। চীনা সামরিক বাহিনী তাইওয়ানের চারপাশে একাধিক মহড়া চালিয়েছে এবং চীনা নেতারা বারবার তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাঙ্গে পুনরায় যুক্ত করার ইচ্ছে প্রকাশ করেছেন।

প্রাক্তন রাশিয়ান রাষ্ট্রপতি এবং পুতিনের পরম মিত্র দিমিত্রি মেদভেদেভ মার্কের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণীকে অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "মার্ক মনে ডাচদের প্রিয় মাশরুমের অনেকটা খেয়ে ফেলেছেন। তিনি তাইওয়ান নিয়ে চীন ও রাশিয়ার মধ্যে যোগসাজশ এবং রাশিয়ার ইউরোপে আক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমার মনে হয় তার রাশিয়ানদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। সাইবেরিয়ান শিবিরে এটি কার্যকর।"