আজকাল ওয়েবডেস্ক: নাসা মানেই হল এমন একটি জায়গা যেখান থেকে প্রতিসময় নানা ধরণের নতুন আবিষ্কার হতে শুরু করে। এবার মাটির তলার জলের পরীক্ষায় বিশেষ কাজ করে ফেলল নাসা।
মাটির নিচে কতটা জল রয়েছে সেটা সহজে বোঝা সম্ভব হয় না। তবে এই কাজটি এবার থেকে করা যাবে অতি সহজে। নাসা এমন একটি ব়্যাডার তৈরি করে ফেলেছে যেখান থেকে সহজেই জানা যাবে মাটির নিচে কতটা জল রয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়াতে পরীক্ষা করে বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছেন নাসার বিজ্ঞানীরা।
এই ব়্যাডারটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি সরাসরি কাজ করে স্যাটেলাইট থেকে। সেখান থেকেই যেকোনও মাটি পরীক্ষা করে বলে দেওয়া যাবে সেই এলাকায় জলের স্তর কতটা রয়েছে। যদি সেখানে জলের স্তর কম থাকে তাহলে সেটিও যেমনভাবে দেখা যাবে তেমনিভাবে যদি জলের স্তর বেশি থাকে তাহলে সেটিও অতি সহজে ধরা পড়ে যাবে।
নাসার এই আবিষ্কারটি আগামীদিনে বিশ্বে নতুন জোয়ার আনতে পারে বলেই মনে করছেন সকলে। যদি পৃথিবীর কোন স্থানে কতটা জল রয়েছে সেটা যদি জানা যায় তাহলে সেইমতো সেই জায়গার মাটির নিচের জল তোলার কাজটি বন্ধ করা যাবে। এমনিতেই পৃথিবীর নিচের জলের স্তর কমছে। ফলে আগামী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি দেশে বিরাট ধসের সম্ভাবনা থাকছে। সেখান থেকে এই ব়্যাডার দিয়ে সেই কাজটি রোখা যাবে।
নাসার এই ব়্যাডারটি মাটির নিচের ২৫ মাইল পর্যন্ত অংশের হিসেব বলে দেবে অতি সহজেই। একেবারে জলভাতের মতো কাজ করে এই ব়্যাডারটি মাটির নিচে কতটা জল রয়েছে সেটা বলে দিতে পারবে। এই কাজটি পরীক্ষার স্তরে থাকলেও এর সফলতা নিয়ে আশার কথা শুনিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন যেভাবে এটি তৈরি করা হয়েছে তাতে মাটির নিচের জলের স্তর জানতে বেশি সুবিধা হবে না। এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলেই মনে করা হচ্ছে।