আজকাল ওয়েবডেস্ক: মুকুটে নয়া পালক। ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক’ পুরস্কার পাচ্ছেন প্রবাসী লেখিকা নন্দিনী দাস। ২০২৩-এর ‘ব্রিটিশ অ্যাকাডেমি বুক’ পুরস্কার পাচ্ছেন তিনি। অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের আধুনিক সাহিত্যের অধ্যাপিকা তাঁর ‘কোর্টিং ইন্ডিয়া-ইংল্যান্ড, মুঘল ইন্ডিয়া অ্যান্ড দ্য অরিজিন্‌স অফ এম্পায়ার’ বই-এর জন্য এই সম্মান পেলেন। সপ্তদশ শতকে ভারতে পা রাখা প্রথম ইংরেজ দূত- স্যার থমাস রো-র চোখে দেখা মুঘল ভারতকে তাঁর বইতে সুন্দরভাবে তুলে ধরেছেন, কলকাতার মেয়ে নন্দিনী। ভাষা প্রবর্তনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেছনে। ‘কোর্টিং ইন্ডিয়া’ বেশ সমাদর পেয়েছে বিচারকদের কাছে। পুরস্কারমূল্য হিসেবে ২৫ হাজার পাউন্ড তুলে দেওয়া হবে লেখিকার হাতে। নন্দিনী কলকাতার মেয়ে। বেড়ে ওঠাও এই শহরের বুকেই। স্কুল জীবনের শেষ করে ইংরেজি সাহিত্যে স্নাতকের জন্য ভর্তি  হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে থেকে এম.ফিল এবং পিএইচডি করেন। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত লিভারপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ছিলেন, পর অক্সফোর্ডে যোগদান করেন।