আজকাল ওয়েবডেস্ক:‌ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ২০০০। সে দেশের জুন্টা সরকার জানিয়েছে সরকারিভাবে মৃতের সংখ্যা ২,০৫৬। আহত অন্তত ৩,৯০০। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ।


মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে প্রশাসনের। এখনও নিখোঁজ প্রায় ২৭০ জন। এক সপ্তাহ ধরে জাতীয় শোকপালনের কথা ঘোষণা করেছে জুন্টা সরকার।


প্রসঙ্গত, শুক্রবার বারবার কম্পন অনুভূত হয় মায়নমার ও সংলগ্ন থাইল্যান্ডে। সর্বোচ্চ মাত্রার কম্পন ছিল ৭.‌৭। যার উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় ১৫ বার আফটার শক হয়েছে। তীব্র কম্পনের জেরে ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি, বিদ্যুতের খুঁটি, মোবাইলের টাওয়ার। ফাটল ধরেছে সড়ক, সেতুতে। যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তৃত এলাকা। ঘরছাড়া বহু মানুষ। রাজধানী নেপিদে বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। ভারত ইতিমধ্যেই ত্রাণ পাঠিয়েছে মায়ানমারে।


সোমবার মান্দালয়ের একটি হোটেলের ধ্বংসস্তূপ সরিয়ে এক তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে, মায়ানমারে সাত দিনের জন্য জাতীয় শোকপালনের ঘোষণা করেছে জুন্টা সরকার। ৬ এপ্রিল পর্যন্ত সরকারি দপ্তর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। 


এদিকে ভূমিকম্পে থাইল্যান্ডে মৃত অন্তত ১৭ জন। আহত ৪২। নিখোঁজ এখনও অন্তত ৭৮ জন।