আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের স্বিন্ডনের ৪৫ বছর বয়সী জেমা হার্টের মৃতদেহ তাঁর নিজের দুই পোষা কুকুর খেয়ে ফেলেছে বলে একটি তদন্তে জানা গেছে। ২০২৪ সালের জানুয়ারির শেষের দিকে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। পোষা কুকুর দুটি ছিল ড্যাশহান্ড প্রজাতির এবং তাদের নাম ছিল মিলি ও ফ্র্যাঙ্কি।

জেমা হার্টের মৃতদেহ তাঁর বাড়িতে প্রায় এক মাস পড়ে ছিল বলে মনে করা হচ্ছে। প্রতিবেশীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁর বাড়িতে গেলে তাঁরা দেখতে পায় যে এক কুকুর মারা গেছে এবং অন্যটি খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। প্রতিবেশীরা জানান, তাঁরা ক্রিসমাসের পর থেকে জেমা হার্টকে দেখতে পাননি এবং তাঁর কুকুরদেরও খুব একটা শুনতে পাননি।

জেমার পোস্টমর্টেম রিপোর্টে প্রকাশ, তিনি আত্মহত্যা করেছিলেন। পুলিশ বলেছে, ঘটনাটি সন্দেহজনক নয় এবং এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।

জেমা হার্টের ছেলে তাঁর মায়ের কুকুরদের প্রতি ভালোবাসার কথা তুলে ধরে বলেন, 'মা সবসময় কুকুর পছন্দ করতেন। ২০২২ সালে তিনি ফ্র্যাঙ্কিকে কিনেছিলেন এবং পরের বছর মিলিকে নেন। তাঁর কুকুররাই ছিল তাঁর জীবনের বড় একটি অংশ।'

তদন্তে আরও জানানো হয়, জেমা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং এর ফলে কাজ করতে অক্ষম ছিলেন। শারীরিক ব্যথা ও নিদ্রাহীনতা তাঁর জীবনে অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছিল।

করোনার ইয়ন সিঙ্গলটন জানিয়েছেন, 'জেমা তাঁর দুই কুকুরের সঙ্গে একা থাকতেন এবং তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। তাঁর মৃত্যু আত্মহত্যা হিসেবে রেকর্ড করা হয়েছে।'