আজকাল ওয়েবডেস্ক: ইরান এশিয়ার ষষ্ঠ বৃহত্তম এবং মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ। এর প্রভাব সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। যদিও দেশটি রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি বর্তমানে। কিন্তু কিছু ইরানিয় নাগরিক বিশ্ব মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এই ব্যক্তিরা প্রযুক্তি, অর্থ, মহাকাশ এবং বিনোদনের মতো ক্ষেত্রে সফল। তাঁদের অনেকেই এখন অন্যান্য দেশে বাস করেন। কিন্তু তাদের শিকড় এখনও ইরানেই।

পিয়েরে ওমিদিয়ার ২০২৫ সালে ইরানিয় বংশোদ্ভূত সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর গল্প কেবল অর্থের নয়, বরং বুদ্ধি, কঠোর পরিশ্রম এবং দয়ারও। পিয়েরের বাবা-মা ইরানিয়। কিন্তু তিনি বেড়ে উঠেছেন আমেরিকায়। তাঁর বাবা-মা পরিবারকে আরও ভাল জীবন দেওয়ার উদ্দেশ্যে আমেরিকায় চলে আসেন। ছোটবেলা থেকেই পিয়ের কম্পিউটার ভালবাসতেন। তিনি কৌতূহলী ছিলেন, শিখতে ভালোবাসতেন এবং সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করতেন।

১৯৯৫ সালে পিয়েরের মাথায় একটি ধারণা আসে। তিনি এমন একটি ওয়েবসাইট তৈরি করতে চেয়েছিলেন যেখানে লোকেরা একে অপরের থেকে সরাসরি জিনিসপত্র কিনতে এবং বিক্রি করতে পারবেন। এই ধারণা থেকেই eBay-র সৃষ্টি। যা বিশ্বের প্রথম অনলাইন মার্কেটপ্লেসগুলির মধ্যে একটি। এটি ছোট আকারে শুরু হয়েছিল, কিন্তু শীঘ্রই খেলনা থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছু কেনাবেচা শুরু হতে থাকে সেখানে।

২০০২ সালে eBay PayPal কিনে নেয়। এর ফলে অনলাইন পেমেন্ট সহজ এবং নিরাপদ হয়। এটি eBay কে আরও বড় হতে সাহায্য করে। কিন্তু ২০১৪ সালে, eBay এবং PayPal আলাদা হয়ে যায়। ২০০৪ সালে চালু হওয়া ওমিদিয়ার নেটওয়ার্কের মাধ্যমে, তিনি এবং তাঁর স্ত্রী পাম ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ প্রভাবশালী বিনিয়োগ এবং অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।

eBay-এর সাফল্যে পিয়েরে একজন বিলিয়নিয়ার হয়ে ওঠেন। কিন্তু তিনি কেবল নিজের জন্য অর্থ রাখেননি। তিনি দাতব্য প্রতিষ্ঠানে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি দান করেছেন। তিনি সাংবাদিকতা এবং মিডিয়াকেও সমর্থন করেছেন, সৎ খবর প্রচারের জন্য দ্য ইন্টারসেপ্ট এবং টপিক স্টুডিওর মতো সংস্থাও শুরু করেছেন।

হাওয়াইয়ের বাসিন্দা পিয়েরের ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোতে সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। কিন্তু তিনি স্পটলাইট থেকে দূরে শান্ত জীবনযাপন করেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে, পিয়েরে ওমিদিয়ারের বর্তমান আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১০.৪ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৮.৬৮ লক্ষ কোটি টাকা)।