আজকাল ওয়েবডেস্ক: সন্ধান পাওয়া গেল সবচেয়ে লম্বা জল মোষের। গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে মহিষটি। মাত্র পাঁচ বছর বয়সেই মোষটি উচ্চতা প্রায় ৬ ফুট ০.৮ ইঞ্চিতে পৌঁছেছে। যা সাধারণ মোষের গড় উচ্চতা থেকে ২০ ইঞ্চি বেশি। 

 

 

কোথায় সন্ধান মিলল এই মোষের? মোষটির নাম দেওয়া হয়েছে কিংকং। মোষটি থাইল্যান্ডের নাখোন রাতচাসিমার নিনলানির ফার্মে বড় হয়েছে। সেখানেই ২০২১ সালের ১ এপ্রিল জন্মায় মোষটি। এই মোষের দেখভাল করে থাকেন চেরপ্যাট উত্তি। ওই মোষের বাবা-মা এখনও নিনলানির ফার্মে বেঁচে রয়েছে। সেখানে মোষ ছাড়াও রয়েছে অনেক ঘোড়া। তিনি জানিয়েছেন, জন্মের সময় থেকেই অন্যান্য বাছুরের থেকে বড় ছিল মোষটি। 

 

 

ওই মোষের প্রতিদিনের রুটিন কীরকম?
সকাল ৬ টায় সে ঘুম থেকে উঠে এরপর পুকুরে খেলতে নামে। সকালে খাওয়ার আগে তাকে স্নান করানো হয়। তাঁকে প্রতিদিন প্রায় ৩৫ কেজি করে খাবার খাওয়ানো হয়। মোষটি মূলত খড় এবং ভুট্টা খেতে ভালবাসে। তবে মোষটির পালক জানিয়েছেন, সে দিনে দু’বার স্নান করে থাকে। রাতের খাবার সেরে নেয় সন্ধ্যাতেই। বিশালাকৃতির হলেও কিং কং স্বভাবে বেশ নিরীহ। তার আচরণ বেশ কৌতুকপূর্ণ। তাঁর মালিক জানিয়েছেন, সে বেশ বাধ্য। একেবারেই ছটফটে নয়। সারাক্ষণ খেলাধূলা করতে ভালবাসে। মানুষের সঙ্গ উপভোগ করে কং। নতুন কেউ গেলেও তাঁকে খুব স্বাভাবিকভাবেই আপন করে নেয় মোষটি।