আজকাল ওয়েবডেস্ক: একেই বলে প্রেম! বিয়ের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন প্রেমিকা। তা সত্ত্বেও হাল ছাড়েননি প্রেমিক। যতক্ষণ না 'হ্যাঁ' শুনতে পান, ততদিন প্রেমিকার পিছনেই পড়ে রইলেন তিনি। এক, দুই বছর নয়, টানা সাতবছর! শেষমেশ কী হল, জানতে পারলে চোখে জল আসবেই। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের নাম লুক উইনট্রিপ। আর যুবতীর নাম, সারাহ। লুক পেশায় একজন ট্যাটু আর্টিস্ট। আর সারাহ ব্রিটেনের একটি বেসরকারি সংস্থার মার্কেটিং এক্সিকিউটিভ। সারাহ তিন সন্তানের মা। গত ২০১৮ সাল থেকে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ। প্রেমের সম্পর্কের প্রথম বছর থেকেই সারাহকে বিয়ের প্রস্তাব দিতে শুরু করেন লুক। কিন্তু তাঁকে 'না' শুনতে হয়। 

লুক জানিয়েছেন, 'সম্পর্কের ছ'মাস পরেই আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তখন সরাসরি না বলেছিলেন সারাহ। কারণ ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবতে চাননি তখনই। আরও সময় চেয়েছিলেন। কিন্তু তারপরেও আরও একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রতিবারেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন সারাহ'! 

আরও পড়ুন: এবিসিডি শিখতে আড়াই লক্ষ টাকা খরচ! এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা

লুক জানিয়েছেন, প্রতিবার বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি সারাহকে আরও বেশি চমকে দিতে পিছপা হননি। কখনও প্যারাগুয়ের দুর্গে, কখনও বা ক্যান্ডেল লাইট ডিনারে, আবার কখনও জামাইকার সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়ার সময় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সারপ্রাইজগুলি উপভোগ করলেও, বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' বলেননি সারাহ। 

লুক জানিয়েছেন, সারাহ ও তিনি অতীতের সম্পর্কে ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সহজে সেই ক্ষত সারিয়ে আগের মেজাজে ফিরতে পারছিলেন না সারাহ। কিন্তু লুক সম্পর্কের শুরু থেকেই সারাহকে ভীষণ ভালবাসতে শুরু করেন। তাই হাল ছাড়েননি সহজে। গত সাত বছরে সারাহকে ৪৩বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শুধুমাত্র ৪২ বারের প্রস্তাব প্রত্যাখান করে সারাহ একটি প্রতিজ্ঞা করেছিলেন। আরেকবার প্রোপোজ করলেই তিনি হ্যাঁ বলবেন বলে জানান। 

লুক আরও কয়েক মাস পর অবশেষে ২০২৩ সালে সারাহকে সপ্তমবার বিয়ের প্রস্তাব দেন। প্রোপোজ করার জন্য সারাহকে নিয়ে গিয়েছিলেন সাউথ ইস্ট লন্ডনের গ্রিনিচে। সেখানে পৌঁছেই লুক সারাহকে বলেন, 'এটি বিশ্বের মধ্যিখানে অবস্থিত। আর তুমি বরাবরই আমার বুকের মাঝখানে রয়েছে। আমি তোমায় বিয়ে করতে চাই!' 

গ্রিনিচে সপ্তমবার প্রোপোজের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন সারাহ। সঙ্গে সঙ্গে তিনি বিয়ের প্রস্তাবে রাজি হন। অবশেষে চলতি বছরে মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন লুক ও সারাহ। জামাইকায় ডেস্টিনেশন ওয়েডিং ছিল তাঁদের। ধুমধাম বিয়ের আয়োজন ছিল। হাজির ছিল সারাহর তিন সন্তান। 

এই ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও লুকের ধৈর্য্য দেখে মুগ্ধ হয়ে গেছেন। একজন লিখেছেন, 'এটিই হল খাঁটি প্রেম। যাই ঘটে যাক, উনি হাল ছাড়েননি।' আবার একজন লিখেছেন, 'আজকালকার ছেলেমেয়েদের শেখা উচিত। কথায় কথায় সম্পর্ক ভাঙার কথা বলে এরা। ভালবাসার মানেই এরা বোঝে না।' একজন আবার লিখেছেন, 'এমন প্রেমিক সচরাচর দেখা যায় না। ঠিক যেন সিনেমার কাহিনি।' 
সকলেই লুক ও সারাহকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।