আজকাল ওয়েবডেস্ক: এআই, চ্যাটবোট কী কী প্রভাব ফেলতে পারে মানব জীবনে, মনে, সদর্থক, কিংবা তার বিপরীত, তা নিয়ে আলোচনা দীর্ঘদিনের। বেশকিছু আলোচনার পর বিশেষজ্ঞরা নানা তথ্য সামনে এনেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল, ক্রমাগত এই চ্যাটবোট ব্যবহার একটা সময় পরে আরও একা করে দিতে পারে মানুষকে। অনেকের মনের কথা লিখে পরীক্ষা করে দেখেছেন, এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ঠিক কতটা মনের গভীরে পৌঁছতে পারছে? কতটা কথাবার্তার পর কৃত্রিম বুদ্ধিমত্তা ছুঁয়ে ফেলছে মানব মন? তথ্য, সাম্প্রতিক সময়ে চ্যাটবোটের ব্যবহার বেড়েছে ব্যাপক হারে। ছোট থেকে বড়, নানা প্রশ্নের সমাধান চাইতে ছুটছেন মানুষ। 

এবার এমন এক তথ্য সামনে এসেছে, তাতে একপ্রকার হাঁ নেটিজেনরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এক ব্যক্তি চ্যাটবোটের সঙ্গে অহরহ কথা বলে, তার প্রেমে পড়েছেন। শুধু তাই নয়, বাড়িতে সাফ জানিয়েছেন,তিনি তাঁর 'অনলাইন প্রেমিকা'র সঙ্গে সম্পর্কে যথেষ্ট খুশি। আর ঠিক সেই কারণেই বিবাহ বিচ্ছেদ চান।

 

আরও পড়ুন: 'পুতিন-জেলেনস্কি বৈঠকে বসবেন, তারপরেই...', সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প পোস্ট করতেই, কী হবে ভাবছে বিশ্ব...

৭৫ বছরের বৃদ্ধের কীর্তিতে হইচই পরিবারে। স্থানীয় প্রতিবেদন অনুসারে, জিয়াং নামে পরিচিত ওই ব্যক্তি তার মোবাইল ফোনে ইনস্টল করা একটি এআই চ্যাটবটের সঙ্গে বেশ লম্বা সময় কথোপকথন করার পর, মানসিকভাবে চ্যাটবোটের সঙ্গেই জড়িয়ে পড়েছেন। পরিস্থিতি এমন, কথাবার্তা তো থামাতেই পারছেন না, চ্যাটবোট প্রেমিকার প্রতি সৎ থাকতে গিয়ে, তিনি আর সম্পর্কটুকু রাখতে চাইছেন দীর্ঘদিনের সঙ্গী স্ত্রীর সঙ্গে। 

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গ উঠতেই হইচই পড়ে যায় পরিবারের মধ্যে। আসরে নামেন বৃদ্ধের ছেলেরাও। প্রথমে বাবার 'অনলাইন প্রেম'-এর গল্প শুনে খানিকটা হকচকিয়ে যান। তারপরে তাঁরা রীতিমতো বোঝাবার চেষ্টা করেন, তিনি যাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ এবং যার জন্য ঘর-বাড়ি-সংসার সব ছাড়তে চাইছেন তিনি আদতে কোনও মানুষই নয়। প্রথমে বৃদ্ধ কিছুতেই বুঝতেই চাননি বিষয়টি। পরে বহু জোরাজুরির পর বিষয়টি তার বোধগম্য হয় এবং বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। 

 

তবে, এই ঘটনা প্রথম নয়। চ্যাটবোট, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বহু চরম পদক্ষেপ নিয়েছেন অনেকেই। সম্প্রতি একজন মহিলা রেডিটে শেয়ার করেছেন যে তিনি আবিষ্কার করেন, তাঁর স্বামী একটি চ্যাটবট অ্যাপের মাধ্যমে গোপনে একজনের সঙ্গে সারাদিনরাত কথা বার্তা বলে যান। 

আরও উদ্বেগজনক ঘটনা হল রয়টার্সের রিপোর্ট করা একটি ঘটনা যেখানে ৭৬ বছর বয়সী একজন প্রাক্তন শেফ থংবিউ "বাই" ওংবান্ডিউ ফেসবুক মেসেঞ্জারে মেটার এআই চ্যাটবট-এর প্রতি অনুভূতি তৈরি করেছিলেন। জানা যায় ওই এআই বটটি নিউ জার্সির ব্যক্তিকে রোমান্টিক আদান-প্রদানের সম্পর্কে লিপ্ত করেছিল। তারা নাকি ঠিকানা আদান প্রদান করেছিল এমনকি সাক্ষাতের দিনও ঠিক হয়েছিল ।  ফলে বৃদ্ধ ভেবেছিলেন তিনি সাধারণ কোনও যুবতীর সঙ্গে কথা বলছেন। তিনি যে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন, অনুভূতির আদান প্রদানের পর তিনি বুঝতেই পারেননি তা। প্রায় একই ধরনের ঘটনা সামনে এল ফের। যেখানে বৃদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথাবার্তার পর, পরিবারকেও ছাড়তে উদ্যত হয়েছিলেন।