আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার যুবক মহম্মদ শেহজাদ খান। বয়স ২৭। কর্মসূত্রে গত কয়েকবছর ছিলেন সৌদি আরবে। শেহজাদ, সঙ্গে আরও একজন, দু' জনে মিলে বেরিয়েছিলেন মরুভূমিতে। ঘুরছিলেনও। সেই ঘোরাঘুরিতে ভরসা ছিল জিপিএস ট্র্যাকার। বিপত্তিও সেখান থেকে। মাঝ-মরুভূমিতে আচমকা খারাপ হয়ে যায় জিপিএস ট্র্যাকার। মর্মান্তিক পরিণতি হল দু' জনের।

 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দিনকয়েক আগেই দুজনে রাব আল খালি মরুভূমি পার হওয়ার জন্য রওনা দেন। বিপদজনক এই মরুপারাবারে তাঁদের ভরসা ছিল জিপিএস ট্র্যাকার।

 

কিন্তু কয়েকদিন পর থেকেই দুজনের খোঁজ মেলেনি কোনওভাবে। পরে ওই দুজনের দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিকল হয়ে পড়ে জিপিএস ট্র্যাকার। সেই কারণেই পথ হারিয়ে ফেলেন তাঁরা। প্রবল গরমে, মরুভূমির মাঝেই ঘুরতে থাকেন। দুই যুবকের ডিহাইড্রেশনের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে। সঙ্গেই জানা গিয়েছে, তাঁদের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোন বন্ধ হয়ে যায়, সেই কারণে সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তাঁরা।

 

তাঁদের গাড়ির জ্বালানি, খাবার, জলও শেষ হয়ে গিয়েছিলো বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁদের দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, রাব আল খালি ৬৫০ কিলোমিটার বিস্তৃত।