আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার টানে ভিন দেশে পাড়ি। ধর্মান্তরিতও হলেন। তবুও শেষমেশ বড়সড় বিপাকে পড়লেন এক ভারতীয় তরুণ। অনলাইনে আলাপ হওয়া তরুণীর মন তো পেলেনই না। উল্টে আইনি জটিলতায় পড়ে জেলবন্দি তিনি। চলছে সেই মামলা। যার পরবর্তী শুনানি ২১ ফেব্রুয়ারি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০ বছর বয়সি বাদল আদতে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সানা নামের এক তরুণীর সঙ্গে আলাপ হয়। সানার প্রেমে মত্ত হয়ে বড়সড় সিদ্ধান্ত নেন বাদল। ওয়াগাহ বর্ডার পেরিয়ে পাকিস্তানে চলে আসেন। পাঞ্জাব প্রদেশে এসে ধর্মান্তরিত হন। এরপর বিয়ের প্রস্তাব দেন সানাকে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সানা। 

সানা মান্ডির বাসিন্দা। বাদল ধর্মান্তরিত হয়ে রেহান হন। তাঁর এই কীর্তিতে হতবাক হয়ে যান সানা। তড়িঘড়ি করে পুলিশে খবর। অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করার অপরাধে রেহানকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছর ডিসেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেহানের আইনজীবী জানিয়েছেন, পাকিস্তানে এসে ধর্মান্তরিত হয়ে সানার বাড়ির কাছে ভেড়া চড়াতেন রেহান। কয়েকবার সানার বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু রেহানের আসল পরিচয় জানার পরেই চরম পদক্ষেপ করেন তিনি। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই পুলিশে খবর দেন। যদিও দিন কয়েক আগেই আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন রেহান। এরপর ভারতে তাঁর পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছিল।