আজকাল ওয়েবডেস্ক:  ইজরায়েলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে—হামাসের হাতে তার প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর সাক্ষী থাকা এক ব্যক্তি নিজেকে আগুনে পুড়িয়ে আত্মহত্যা করেছেন। রোয়ি শালেভ নামে ৩০ বছর বয়সী ওই যুবকের পোড়া দেহ তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে টেল আভিভে, হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসবে সংঘটিত হত্যাযজ্ঞের দ্বিতীয় বার্ষিকীর কয়েক দিন পরেই।

রোয়ি শালেভ ২০২৩ সালের ওই ভয়াবহ হামলা থেকে বেঁচে ফিরেছিলেন, কিন্তু সেই ঘটনার মানসিক আঘাত থেকে আর কখনোই সম্পূর্ণভাবে সেরে উঠতে পারেননি। হামলার দিনে তিনি নিজের প্রেমিকা মাপাল আদাম এবং ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনের সঙ্গে নোভা ওপেন-এয়ার মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। যখন হামাসের সশস্ত্র সদস্যরা উৎসবস্থলে আক্রমণ চালায়, তখন তারা তিনজন একটি গাড়ির নিচে লুকিয়ে পড়েন। শালেভ তার প্রেমিকা আদামের শরীরের উপর শুয়ে পড়ে মৃতের অভিনয় করেন। কিন্তু হামলাকারীরা গুলি চালায়, এবং মাপাল আদাম সেখানেই মারা যান, যদিও শালেভ কোনোভাবে প্রাণে বেঁচে যান।

সেই দিনের পর থেকে শালেভ গভীর ট্রমায় ভুগছিলেন বলে তাঁর বন্ধুরা জানিয়েছেন। ঘটনার তিন দিন পর, অর্থাৎ অক্টোবরের ১০ তারিখে, তিনি সামাজিক মাধ্যমে একটি মর্মস্পর্শী বার্তা পোস্ট করেন। বার্তায় লেখেন, “আমার উপর রাগ কোরো না। কেউ আমাকে বুঝবে না, আর সেটা ঠিক আছে, কারণ বোঝা সম্ভব নয়। আমি শুধু চাই এই যন্ত্রণা শেষ হোক। আমি বেঁচে আছি, কিন্তু আমার ভেতরটা মৃত।” এই পোস্টের কয়েক ঘণ্টা পরই তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ইজরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, মৃত্যুর আগে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি পেট্রল ক্যান কিনতে।

আরও পড়ুন:  গাজা যুদ্ধের অবসান ঘোষণা ট্রাম্পের, শান্তি সম্মেলনে যোগ দিতে রওনা ইসরায়েল ও মিশরে

পুলিশ জানিয়েছে, শালেভের দেহ টেল আভিভের একটি রাস্তায় তার জ্বলন্ত গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ইজরায়েল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বেদনাদায়ক এক মিল রয়েছে তার মায়ের মৃত্যুর সঙ্গেও। হামাসের হামলার কয়েক দিন পরই শালেভের মা—যিনি তার প্রেমিকা মাপাল আদামের খুব ঘনিষ্ঠ ছিলেন—নিজের গাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন।

মাপাল আদামের বোন মায়ান আদাম সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় লেখেন, “রোয়ি ৭ অক্টোবর নিহত হয়েছিলেন এবং গতকাল মারা গেলেন। আমার কোনো শব্দ নেই, সেগুলো খুঁজে পেতে সময় লাগবে। আশা করি এই দুই তরুণ এখন কোথাও একে অপরকে জড়িয়ে হাসছে, আবারও হৃদয় মেলাচ্ছে।”

নোভা ট্রাইব কমিউনিটি ফাউন্ডেশন, যারা উৎসবের বেঁচে যাওয়া অংশগ্রহণকারীদের সহায়তা করে, রোয়ি শালেভকে “কমিউনিটির স্তম্ভ” বলে বর্ণনা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “তাঁকে স্মরণ করা উচিত তাঁর সাহস, নেতৃত্বগুণ, নোভা ট্রাইব বাস্কেটবল দলের অধিনায়ক হিসেবে তাঁর ভূমিকা এবং কঠিন সময়ে বন্ধুদের প্রতি তাঁর অটল সমর্থনের জন্য।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে প্যালেস্তাইন  সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইজরায়েলে প্রবেশ করে নোভা সংগীত উৎসব ও আশপাশের এলাকায় আক্রমণ চালায়। ওই হামলায় অন্তত ৩৭৮ জন নিহত হন, যাদের মধ্যে ৩৪৪ জন ছিলেন বেসামরিক। সেই নজিরবিহীন হামলাই গাজায় ইজরায়েলের চলমান যুদ্ধের সূত্রপাত ঘটায়।

দুই বছর পর, যুদ্ধের সেই দগদগে স্মৃতি আবারও ইজরায়েলের সমাজে মানসিক ক্ষত জাগিয়ে তুলল রোয়ি শালেভের আত্মহননের মধ্য দিয়ে—এক তরুণ, যে ভালোবাসা হারানোর বেদনা ও যুদ্ধের দুঃসহ স্মৃতি আর বহন করতে পারেনি।